Morning Headlines: ৪ রাজ্যে গেরুয়া ঝড়,২৪-এর ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি | Bangla News
৪ রাজ্যে গেরুয়া ঝড়ের পরই ’২৪-এর ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদি (Narendra Modi)।
উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড-মণিপুরে নিরঙ্কুশ বিজেপি। গোয়ায় একক বৃহত্তম। বড়সড় চমক দিয়ে ঝাড়ু-ম্যাজিকে পাঞ্জাব দখল আপের। ৫ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস (Congress)।
ভোটের ফল বেরোতেই কি বাড়তে চলেছে পেট্রোপণ্য, গ্যাস থেকে ভোজ্য তেলের দাম?
ভোট মিটতেই দুর্নীতি তদন্তে ফের কি ঝাঁপাতে চলেছে ইডি-সিবিআই?
রেকর্ড গড়ে উত্তরপ্রদেশে যোগীর (Yogi Adityanath) কামব্যাক। লক্ষাধিক ভোটে জয়। অভিনন্দন মোদির। লখিমপুর-হাথরসেও জয় বিজেপির।
পাঞ্জাবে পালা বদল। ক্ষমতায় আপ। সিধু, চান্নি-সহ হার অর্ধেকের বেশি বিদায়ী মন্ত্রীর। ভগৎ সিংয়ের ভিটেয় মুখ্যমন্ত্রীপদে শপথ, ঘোষণা ভগওয়ান্তের।
গোয়ায় (Goa) খালি হাতে ফিরতে হল তৃণমূলকে (TMC)।
গোয়ায় সরকার গড়বে বিজেপিই, সমর্থন করে চিঠি এমজিপির। সমর্থন ৩ নির্দলেরও, দাবি ফড়নবীশের। শরিকের দায় নেব না, জানাল তৃণমূল।
পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস। রায় মাথা পেতে নিলাম, ট্যুইট রাহুলের। খোঁচা মোদির।
দুই বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদ। শুভেন্দুর (Suvendu Adhikari) নেতৃত্বে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধানসভায় বিজেপির বিক্ষোভ। বাইরেও অবস্থান-স্লোগান।
আগে স্থায়ী রাজনৈতিক সমাধান করুন, তারপর জিটিএ নির্বাচন। মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুংয়ের। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাহাড়ের মঙ্গলই চান, পাল্টা শান্তা ছেত্রী।
মাধ্যমিকের সময় ইন্টারনেট বন্ধে রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। প্রশ্নপত্র ফাঁস রুখতে সিদ্ধান্ত কিনা, উল্লেখ নেই রাজ্যের নির্দেশিকায়, পর্যবেক্ষণ আদালতের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৬ দিন। কিভ, মারিউপোলে লাগাতার রুশ হামলা। যুদ্ধে নিহতদের গণকবর। শরণার্থী শিবিরে বাড়ছে ভিড়।
২ বছর পর বন্ধ থাকার পর দূরপাল্লার ট্রেনে ফিরল বেডরোল। রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ। মৃত্যু ২ জনের। হোলির জন্য ১৭ তারিখ রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়।