Morning Headlines: স্বরাষ্ট্র মন্ত্রকের শো কজ নোটিশের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, কার্যত লকডাউনের মধ্যেই কিছুটা ছাড়
কলাইকুণ্ডা বিতর্কে স্বরাষ্ট্র মন্ত্রকের শো কজের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। তাজপুরে গিয়ে অভিষেকের (Abhishek Banerjee) নিশানায় অধিকারী পরিবার, পাল্টা শিশির। দুর্নীতি ইস্যুতে শুভেন্দুকে (Suvendu Adhikari) নিশানা অভিষেকের, ‘নাবালক’ কটাক্ষের জবাব। কার্যত লকডাউনের মধ্যেই আলিপুরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রীর। জল্পনা উস্কে মমতা-অভিষেকের সৌজন্যে পঞ্চমুখ শুভ্রাংশু।
অসুস্থ মুকুল রায়ের স্ত্রী, মুকুলকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। কার্যত লকডাউনের মধ্যেই শর্তসাপেক্ষে ৩ ঘণ্টা খোলা যাবে রেস্তোরাঁ। শিল্পসংস্থা টাকা দিলে কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করতে পারে সরকার। বনিক সভার সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী।
করোনা আক্রান্ত হয়ে রাজ্যে আরও এক স্বাস্থ্য কর্তাোমোর মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় মৃত ১০৮। টসিলিজুমাব কেলেঙ্কারিকাণ্ডে নতুন কমিটি গঠন করল স্বাস্থ্যভবন।
ভারতীয় দলের অলিম্পিক্স জার্সি উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী। ইংল্যান্ডে পৌঁছে গেল ভারতীয় দিল।