Morning Headlines: বিদায় ২০২১, আতসবাজি-আলোর রোশনাইতে ২০২২-কে স্বাগত জানাল বিশ্ব | Bangla News
করোনা (Corona), ওমিক্রন-আতঙ্কের মধ্যেই বর্ষবরণ। বিদায় ২০২১। আতসবাজি, আলোর রোশনাইতে ২০২২-কে স্বাগত জানাল বিশ্ব।
রাজ্যে এবং কলকাতায় তিনদিনে তিনগুণ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত সাড়ে ৩ হাজারের দোরগোড়ায়। মৃত ৭ জন। শুধু কলকাতায় (Kolkata) দৈনিক আক্রান্ত ২০০০-র কাছে।
কলকাতায় চালু হবে মাইক্রো কনটেনমেন্ট জোন, জানালেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ওমিক্রন-হানা রেলেও। আক্রান্ত শিয়ালদা ডিভিশনের কর্মী। আর আহমেদ ডেন্টাল কলেজে সংক্রমিত অধ্যক্ষ-সহ ২৫ জন। পরিষেবা বন্ধের আশঙ্কা। সংক্রমণের থাবা কলকাতা পুলিশেও (Kolkata Police)।
বেসরকারি হাসপাতালগুলিকে বাড়াতে হবে বেড। মজুত রাখতে হবে করোনা চিকিৎসার ওষুধ-সরঞ্জাম, নির্দেশ স্বাস্থ্য দফতরের (State Health Department)। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাড়াতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের।
রাজস্থানে (Rajasthan) দেশের দ্বিতীয় ওমিক্রন (Omicron) আক্রান্তের মৃত্যু। ২৪ ঘণ্টায় দেশে ৩০০-র বেশি ওমিক্রন সংক্রমিত। করোনা আক্রান্ত ৩০ শতাংশের বেশি। পর্যটকদের জন্য বন্ধ রাষ্ট্রপতি ভবন।
দায়িত্ব বুঝে নিলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। ট্র্যাফিক, সাইবার ক্রাইম থেকে করোনা - কলকাতাকে সুরক্ষিত রাখাই প্রথম চ্যালেঞ্জ, বললেন বিনীত গোয়েল।
নতুন বছরের প্রথমদিনেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কেন্দ্রের টাকা। পিএম কিষাণ যোজনার দশম কিস্তিতে বরাদ্দ ২০ হাজার কোটি। উপকৃত হবেন দেশের ১০ কোটি কৃষক।
বিরোধীদের চাপে ফের পিছু হঠল কেন্দ্র। বস্ত্রশিল্পে জিএসটি ১২ শতাংশ করার সিদ্ধান্ত আপাতত স্থগিত। জুতোর জিএসটি (GST) ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হল ১২ শতাংশ।
কুলতলির পর গোসাবা (Gosaba), চরঘেরি গ্রামের কাছে দেখা মিলল বাঘের। আতঙ্কে গ্রামবাসীরা। নাইলনের জাল দিয়ে ঘেরা হল জঙ্গল। লুকিয়ে আছে ম্যানগ্রোভের জঙ্গলে, অনুমান বন দফতরের।
প্রায় এক ডিগ্রি নামল পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮। দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আগুন পোয়াতে গিয়ে আলিপুরদুয়ারে মৃত্যু।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচে ভারতের অধিনায়ক কে এল রাহুল। সহ-অধিনায়ক বুমরাহ। চোটের কারণে ছিটকে গেলেন রোহিত শর্মা। ফিরলেন অশ্মিন।
বিরাট-প্রশ্নে সৌরভের পাশেই নির্বাচক কমিটির চেয়ারম্যান। বিরাটকে অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করা হয়েছিল, শোনেননি। পরে সাদা বলে এক ক্যাপ্টেনের সিদ্ধান্ত। দাবি চেতন শর্মার।