Morning Headlines: SSKM থেকে ছাড়া পেতেই নোটিস, অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে গড়হাজিরা অনুব্রত ।Bangla News

Continues below advertisement

এসএসকেএম থেকে ছাড়া পেতেই নোটিস। গরুপাচারকাণ্ডে ফের সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না অনুব্রত। চাইলেন ৪ সপ্তাহ সময়। 

অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে হাজিরায় আরও সময় চাইলেন অনুব্রত। চাইলে সিবিআইকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের প্রস্তাব। 

একদিনে জোড়া ধাক্কা। ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় আজ অনুব্রতকে নিজাম প্যালেসে ডাক সিবিআইয়ের। যাচ্ছেন না, জানালেন আইনজীবী। 

আর ডাকাডাকি নয়, এবার অনুব্রতকে গ্রেফতার করুক সিবিআই। আক্রমণে শুভেন্দু। প্রতিহিংসা দেখছে তৃণমূল। গটআপ বল খোঁচা বামেদের। 

সিবিআইয়ের পর গরুপাচারকাণ্ডে ইডির জালে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট। ১২ কোটি টাকা নেওয়ার অভিযোগ। ৮ ঘণ্টা জেরার পরে গ্রেফতার। 

ভোররাতে বড় ব্যাগ নিয়ে কারা এসেছিল হরিদেবপুরে? সিসি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিশ। ২জনই অটোয় বোমা-গুলি-অস্ত্র রাখে বলে সন্দেহ। 

বেহালা, বাঁশদ্রোণীর পর এবার হরিদেবপুর। শিশুদের হোমের কাছে অটো ভর্তি বোমা, গুলি, অস্ত্র! ভোররাতে কারা এসেছিল? বাড়ছে রহস্য।  

৪দিন ধরে শিশুদের হোমের কাছে গ্যারাজে পড়ে বোমা-গুলি ভর্তি অটো। আতঙ্কে কাঁপছে হরিদেবপুর। 

মাও হামলার আতঙ্কের মধ্যেই জঙ্গলমহলে শ্যুটআউট। ঝাড়গ্রামে জাতীয় সড়কে গুলি করে বাইক ছিনতাই। মাওবাদী যোগ নেই, দাবি পুলিশের। 

বিশেষ মর্যাদা লোপের পর এই প্রথম জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে যাবেন সাম্বায়। জঙ্গি হানার আশঙ্কায় বাড়ল নিরাপত্তা। 

যোগী-রাজ্যে এবার গণহত্যা। প্রয়াগরাজে শিশু, মহিলা-সহ একই পরিবারের ৫জনকে গলা কেটে খুন! ধর্ষণে বাধা দেওয়ায় খুন, সন্দেহ পুলিশের। 

দিল্লির পর এবার উত্তরপ্রদেশ। আজ প্রয়াগরাজ যাচ্ছে তৃণমূলের  সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ৫জনের দলে দোলা, মমতাবালা ঠাকুর। 

 প্রয়াগরাজে গণহত্যা, এখনও কেউ ধরা না পড়ায় তোলপাড়। এখন কী বলবে বিজেপি? প্রশ্ন তৃণমূলের। দোষীরা কেউ ছাড় পাবে না, দাবি 

কমিটি নিয়ে ক্ষোভ এবার তৃণমূলে। কোর কমিটিতে নাম না থাকার পরেই জল্পনা বাড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। মুক্ত বিহঙ্গ বলে ফেসবুক পোস্ট। 


বিতর্ক উস্কে রবীন্দ্রনাথের পাশে দাঁড়িয়ে জেলা আহ্বায়ক পদে মনোনয়ন নিয়েই প্রশ্ন জেলা চেয়ারম্যানের। প্রশ্ন থাকলে দলে বলুন, পাল্টা পার্থপ্রতিম। 

ছাত্র রহস্যমৃত্যু নিয়ে তোলপাড়ের মধ্যেই বিশ্বভারতীতে বাইক বাহিনীর তাণ্ডব। উপাচার্যের বাসভবনের সামনে জমায়েত হঠাল পুলিশ। 

ছাত্রের মৃত্যুতে সিবিআই চায় পরিবার। পরিবারের সঙ্গে উপাচার্য দেখা না করার অভিযোগ অনুপমের। যা বলার জেনে বলুন, পাল্টা উপাচার্য।

খাস কলকাতায় পুলিশের বিরুদ্ধেই চলন্ত অটোয় যৌন নিগ্রহের অভিযোগ! মানিকতলায় রিজার্ভ ফোর্সের কনস্টেবল গ্রেফতার। 

গাংনাপুরে গণধর্ষণ করে খুনের অভিযোগ। হাইকোর্টের নির্দেশের পরেই ধৃত ৬। মানিকতলায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে কনস্টেবল গ্রেফতার। 

দিল্লির পর এবার বাংলা। ফের চোখ রাঙাচ্ছে করোনা। একদিনে ১জনের মৃত্যু, ৩১জন সংক্রমিত। দেশে ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। 

নৈহাটিতে লুঠের অভিযোগ, বিধাননগরের এএসআই গ্রেফতার! সস্তায় গম পাইয়ে দেওয়ার টোপ, ধৃতদের জেরা করে এএসআইয়ের হদিশ।

নো বল-বিতর্কে রাজস্থান ম্যাচের মাঝপথেই ২ ব্যাটারকে মাঠ ছাড়তে বলার শাস্তি। পুরো ম্যাচ ফি কাটল ঋষভের। এক ম্যাচ নির্বাসন আমরের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram