Morning Headlines: রামপুরহাট কাণ্ড ঘিরে ধুন্ধুমার বিধানসভায়, শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক সাসপেন্ড ।Bangla News

Continues below advertisement

রামপুরহাটকাণ্ডে (Rampurhta Killing) বিধানসভায় রক্তারক্তি। অধিবেশন কক্ষেই নাক ফাটল তৃণমূল (TMC) বিধায়কের। হাসপাতালে বিজেপির(BJP) ৭

বিধানসভায় হাতাহাতি। শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক সাসপেন্ড।

 বিধানসভায় রক্তারক্তি, ক্ষুব্ধ অধ্যক্ষ।

প্রথমে হামলা চালায় সাদা পোশাকের পুলিশ, রক্ষীরাই! মহিলা বিধায়করাও আক্রান্ত, দাবি বিজেপি। পরিকল্পনা করেই অশান্তি, পাল্টা তৃণমূল।

এসএসকেএমে(SSKM) তৃণমূল বিধায়ক। রাজ্যে সঠিক চিকিৎসায় আশঙ্কা, টিগ্গাকে(Manij Tigga) দিল্লি নিয়ে যাচ্ছে বিজেপি। কিছুই হয়নি, পাল্টা দাবি শান্তনুর।

আজ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন বাংলার বিজেপি সাংসদরা। শাহ-সাক্ষাতের পর ফিরলেন রাজ্যপাল। অভিযোগ জানিয়ে এল বিজেপি।

৭দিনের লড়াই শেষ। রামপুরহাটকাণ্ডে অগ্নিদগ্ধ নাজিমা বিবির(Nazema Bibi) মৃত্যু। আহতদের বয়ান নিতে হাসপাতালে সিবিআই(CBI)। ফের ঘটনাস্থলে গিয়ে তদন্ত।

৩ মিনিটের দূরত্ব পৌঁছতে কেন লেগেছিল ৩০ মিনিট? রামপুরহাটকাণ্ডে এফআইআরের বয়ানেই প্রশ্নে পুলিশ। কারণ নিয়ে রহস্য।

নেভানো হল ২টি বাড়ি। মাঝে পড়া ৭জনের মৃতদেহ পাওয়া সোনা শেখের বাড়ি কেন বাদ? রামপুরহাটকাণ্ডে দমকলের ভূমিকাতেই রহস্য।

হত্যাকাণ্ডে দমকল-রহস্য.

পাহাড়ে পৃথক রাজ্যের দাবি থেকে আপাতত সরল গোর্খা জনমুক্তি মোর্চা(GJM)। মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বাংলার মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি।

জিটিএ(GTA) নিয়ে পাহাড়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী।

গরুপাচার মামলায় অনুব্রতর(Anubrata Mondal) রক্ষাকবচ আর্জির আজ রায় দেবে হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। সকাল সাড়ে ১০টায় রায়দান।

আজ বিকেলে মতুয়া-মেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী(Narendra Modi)। মতুয়া ক্ষোভ সামাল দিতে ভার্চুয়ালি সিএএ(CAA) নিয়ে কী বার্তা দেবেন মোদি? বাড়ছে জল্পনা।

৮দিনে ৭বার! আজ থেকে ফের বাড়ল তেলের দাম(Petrol Price)। ১১০ টাকা ছুঁইছুঁই পেট্রোল। সেঞ্চুরির কাছে ডিজেল। কেন্দ্রকে তীব্র আক্রমণে অভিষেক।

ফের জেলেনস্কিকে(Volodymyr Zelensky) খুনের ছক বানচাল। স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তে সন্দেহভাজন ২৫ সদস্য গ্রেফতার। খারকিভে একদিনে ২০০ বার বোমাবর্ষণ।

রুশ হামলার মুখে দেশত্যাগী প্রায় ৪০ লক্ষ ইউক্রেনীয়। সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে শরণার্থীদের ভিড়।

এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের(Academy Awards) মঞ্চেই থাপ্পড়। স্ত্রীকে নিয়ে মন্তব্যের জের। প্রথম অস্কার নেওয়ার আগে সঞ্চালককে সপাটে উইল স্মিথের(Will Smith) চড়।

ফুটবলারদের বকেয়া ১ কোটি ৪০ লক্ষ টাকা। না দেওয়ায় ফের ফেডারেশনের ট্রান্সফার ব্যানের কোপে ইস্টবেঙ্গল(Eastbengal)। বকেয়া না মেটালে সই করানো যাবে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram