Morning Headlines: জানুয়ারি থেকেই 'দুয়ারে সরকার' ক্যাম্পে মিলতে পারে করোনার টিকা । Bangla News

Continues below advertisement

এবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই মিলতে পারে করোনার ভ্যাকসিন। জানুয়ারি থেকেই শুরুর পরিকল্পনা। প্রস্তুতিতে ডিএম-সিএমওএইচদের নির্দেশ।

দেশে ওমিক্রন-আক্রান্ত সাড়ে ছশো পার। ২১টি রাজ্যে সংক্রমণের হদিশ।বাংলায় বিদেশ ফেরতদের উপর নজরদারি। ৮দিনের মাথায় ফের পরীক্ষা। 


রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৫২, ৭জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে উদ্বেগ বহাল কলকাতায়। ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির। 

করোনা আক্রান্ত সৌরভ। দেওয়া হল ককটেল অ্যান্টিবডি ডোজ। অবস্থা স্থিতিশীল। ওমিক্রনের জন্য নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে। 

রাতে হাসপাতালেই ছিলেন সৌরভ। ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। খবর নিল পিএমও। মেসেজ করেন অমিতাভ বচ্চন। 


ওমিক্রন-আতঙ্কে দিল্লিতে ফিরল কড়াকড়ি। ফের সিনেমা হল, জিম, স্পা বন্ধ। সকাল থেকে ১০ ঘণ্টা জোড়-বিজোড় পদ্ধতিতে খুলবে দোকান। 


কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ। ডেপুটি অতীন। চেয়ারপার্সন মালা রায়।

পুরসভায় দালাল-রাজ বন্ধে অনলাইন পরিষেবার পথে হাঁটছেন ফিরহাদ। শুরু হচ্ছে শো ইওর মেয়র। (বাইট-ভিডিও পাঠালেই হবে) 

দ্বিতীয়বারের জন্য মেয়র পদে বসেই কলকাতার জমা জলের সমস্যা মেটাতে নজর ফিরহাদের। 

সিদ্ধান্ত বদলে শিলিগুড়ি পুরভোটে লড়ছেন অশোক। বামেদের সঙ্গে জোটে আপত্তি নেই কংগ্রেসের। বিজেপির মদতে জেতার ইচ্ছে, খোঁচা তৃণমূলের। 

২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল কমিশন। দলের ঘোষণার আগেই নির্দল হিসেবে আসানসোলে পরপর প্রার্থীর মনোনয়ন। 

এক মাসে দ্বিতীয়বার। ফের গোয়া গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সফর ঘিরে জল্পনা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram