Morning Headlines: 'গত কয়েক বছরে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে', সমালোচনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। Bangla News

Continues below advertisement

গত কয়েক বছরে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক নেতৃত্বের বদল হবে, সংস্থা স্থায়ী। সিবিআইয়ের মঞ্চে দাঁড়িয়ে সমালোচনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।

 যথার্থ মন্তব্য, প্রতিক্রিয়া অধীরের। সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার, প্রতিক্রিয়া সৌগতর। সমালোচনা বলে মনে করি না, প্রতিক্রিয়া সুকান্তর।

রামপুরহাটকাণ্ডে প্রাক্তন এসডিপিওকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু পুলিশের। সিবিআই হেফাজতে ধৃত ৯ জন। ধৃতদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

প্রাক্তন আইসি-র পর এবার রামপুরহাট থানার বর্তমান আইসিকে তলব সিবিআইয়ের। পুরনো আইসিকে সরানোর পর কীভাবে তদন্ত ? জানতে চায় সিবিআই। ফের বগটুই গ্রামে সিবিআই।

 রামপুরহাটকাণ্ডে ধৃত আনারুল হোসেনকে গত পুরভোটে নির্বাচনী কমিটিতে রাখার নোটিসে সিলমোহর দিয়েছিলেন অনুব্রত। ১১ জনের নির্বাচনী কমিটির প্রথমেই আনারুলের নাম।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram