Morning Headlines: রামপুরহাটের পর ভাদু শেখ খুনেও সিবিআই তদন্তের নির্দেশ ।Bangla News
রামপুরহাটের পর ভাদু শেখ খুনেও সিবিআই তদন্তের নির্দেশ। বগটুই হত্যাকাণ্ড ও তৃণমূল উপপ্রধান খুনে পারস্পরিক সম্পর্ক রয়েছে, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মূল অপরাধীদের খুঁজতে একসঙ্গে তদন্ত প্রয়োজন। আলাদা সংস্থা তদন্ত করলে, অসম্পূর্ণ হত। মন্তব্য হাইকোর্টের। বগটুই ও ভাদু খুনের তদন্তের অগ্রগতি রিপোর্ট একসঙ্গে জমার নির্দেশ।
বগটুই হত্যাকাণ্ডে আনারুল সহ ৭ জনের জামিনের আবেদন খারিজ আদালতের।
যারা টিভিতে ফলাও করে বলেছে, তাঁরাই ফাঁসিয়েছে। বিস্ফোরক দাবি আনারুলের। আরও অনেকে আছে। দাবি শমীকের।
বগটুইকাণ্ডে পলিগ্রাফ টেস্টে রাজি নয় ধৃত ৬ জন। আইনি জটিলতায় আটকাল আনারুল হোসেনের অনুমতি নেওয়ার প্রক্রিয়া।
তপন কান্দু খুনে নিহতের ভাইপো, তিন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সিপিএম নেতাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। এলাকার রাজনৈতিক সমীকরণ সম্পর্কে জানতে চাওয়া হয়, দাবি সিপিএম নেতার।
এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন উপদেষ্টা ও কমিটির চারজন সদস্যকে জিজ্ঞাসাবাদ। নিয়োগ হওয়া ৯৮ জন গ্রুপ ডি কর্মীর মধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদ।
এসএসসির স্কুল সার্ভিস দুর্নীতি মামলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের।
বিজেপি-বিরোধী আন্দোলনে কংগ্রেসকেই সঙ্গে চায় সিপিএম। তবে পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি, দুই দলের বিরুদ্ধেই চলবে আন্দোলন। পার্টি কংগ্রেসে স্পষ্ট করলেন ইয়েচুরি।
মধ্যপ্রদেশের পর ওড়িশা। দুর্নীতির বিরুদ্ধে খবর করার জেরে সাংবাদিককে মারধর। হাসপাতালে পায়ে চেন লাগিয়ে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তদন্তের নির্দেশ ডিজিপির।
ভর সন্ধেয় জনবহুল এলাকায় গৃহবধূ খুন। পলতায় এয়ারফোর্স সার্জেন্টের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার। আটক স্বামী।
১৮ বছর বয়স ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পর ৯ মাস কাটলেই বুস্টার ডোজ। ১০ এপ্রিল থেকে মিলবে বেসরকারি ভ্যাকসিনেশন সেন্টারে।
কবে খুলবে শহরের তিন নামী ইংরেজি মাধ্যম স্কুল ? দুদিন পরেও মিলল না উত্তর।
মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ পড়ুয়ারা। দু ঘণ্টা পরে মিলল সন্ধান। বিক্ষোভ অভিভাবকদের। স্কুল খোলার পর প্রথম দিন সমস্যা, সাফাই স্কুল কর্তৃপক্ষের।
আজ পাকিস্তানে অনাস্থা ভোট। নেপথ্যে বিদেশি চক্রান্ত, প্রকাশ্যে কেনাবেচার খেলা। আক্রমণ পাক প্রধানমন্ত্রীর। ভারতের মতো বিদেশ নীতি হোক পাকিস্তানে। প্রশংসা করে দাবি ইমরান খানের।
ভারতের প্রশংসা ইমরানের
বুচার পর বোরোডিয়াঙ্কা। রুশ রকেটে ধ্বংস ইউক্রেনের ক্রামাটর্সক স্টেশন। ৪ শিশু সহ মৃত ৫০ জন। হামলার দায় নিতে নারাজ মস্কো।