Morning Headlines: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে। Bangla News

Continues below advertisement

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে। মৃত্যু বেড়ে ১৯। দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক কলকাতায়। মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
একদিনে আক্রান্ত ১৫,৪২১! 

কলকাতা, উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি। হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। 


লাফিয়ে বাড়ছে করোনা। নিয়ন্ত্রণে না এলে আরও কড়া বিধিনিষেধের ভাবনা মুখ্যমন্ত্রীর। 


রাজ্যে কনটেনমেন্ট জোন বেড়ে ৪০৩। আন্তঃরাজ্য সীমানায় বাধ্যতামূলক আরটিপিসিআর। (বাইট-কেউ বিধিনিষেধ না মানলে পুলিশকে কড়া হতে বলব) 


ন্যাশনাল মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল। রাজ্য জুড়ে হাসপাতালে ছড়াচ্ছে সংক্রমণ। কার্যত বন্ধ কেসিপির আউটডোর। 


ফের বেলাগাম করোনা। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক। রাত ১০টার পরেও হোম ডেলিভারিতে ছাড়। বাজারে ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে অনুরোধ পুরসভার। 


বিধি মেনে গঙ্গাসাগর মেলা চায় রাজ্য। হাইকোর্টে জানালেন এজি।  চলচ্চিত্র উৎসব বাতিল হলে মেলায় কেন দ্বিচারিতা? পাল্টা মামলাকারী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram