Morning Headlines: চার বছরের সংক্ষিপ্ত বাজেটেও মধ্যবিত্তের প্রাপ্তি শূন্য। Bangla News
চার বছরের সংক্ষিপ্ত বাজেটেও মধ্যবিত্তের প্রাপ্তি শূন্য। অপরবর্তিত আয়কর। রিটার্নে সংশোধনী চাইলে বকেয়া মেটাতে শুধু ২ বছর বাড়তি সময়।
মূল্যবৃদ্ধির ফাঁসে নাভিশ্বাস। তাও বাজেটে নেই দিশা দেখানোর চেষ্টা। ৫ বছরে শুধু ৬০ লক্ষ চাকরির দাবি। পুঁজিবাদী বাজেট, কটাক্ষ কংগ্রেসের।
বেকারত্ব-মুদ্রাস্ফিতির মধ্যেই মধ্যবিত্তের আশায় জল। পেগাসাস স্পিন বাজেট, শুধুই কথা, আক্রমণে মমতা। বাংলায় কোথায় লগ্নি? পাল্টা বিজেপি।
বাড়তি করের বোঝা না চাপাতে নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর। দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। অন্তঃসারশূন্য বাজেট, মধ্যবিত্তের জন্য কিছুই নেই, খোঁচা রাহুলের।
আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে সরকারি ডিজিটাল কারেন্সি। ক্রিপ্টো কারেন্সি থেকে আয়ে ৩০% কর। প্রতি লেনদেনে ১ শতাংশ টিডিএস।
৫ রাজ্যে ভোটের আগে বাজেটে কৃষকদের মন জয়ে একাধিক ঘোষণা। ১০০ বছরের দিশা দেখানোর আশ্বাস প্রধানমন্ত্রীর।
কোষাগার ভরাতে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার কোটি তোলার লক্ষ্য। আসছে এলআইসির আইপিও।