Morning Headlines: 'মমতাই বিরোধী মুখ', কালীঘাটে তৃণমূল নেত্রীর কাছে অখিলেশ যাদবের দূত | Bangla News
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে অখিলেশ যাদবের দূত।
এমজিপি-কে দশটি আসন ছেড়ে গোয়ায় প্রথম দফায় তৃণমূলের ১১ জন প্রার্থী ঘোষণা। অভিষেক বন্দ্যোপাধ্যায়-পিকের ম্যারাথন বৈঠক। তালিকায় দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কংগ্রেস পারেনি বলেই গোয়ায় আসতে হয়েছে তৃণমূলকে (TMC), ফলাফলের দায় নিতে হবে কংগ্রেসকেই, চিদম্বরমের ট্যুইট আক্রমণের পর পাল্টা তোপ মহুয়া মৈত্রর।
নেতাজির ট্যাবলো বিতর্কে এবার মমতাকে চিঠি রাজনাথ সিংহের (Rajnath Singh)। তথ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি। প্রস্তাব বাতিলের নামে অসম্মান, পাল্টা তৃণমূল।
আমলা-আইন সংশোধনী বিলের প্রস্তাব বিতর্কে প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি মুখ্যমন্ত্রীর। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের চেষ্টা। সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ।
ইডি-কে এতই অযোগ্য যে একজন সাক্ষীকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারছে না? কয়লাকাণ্ডে ইডি-কে (ED) ভর্ৎসনা হাইকোর্টের (Calcutta High Court)। আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য।
প্রয়াত বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। শিবপুর শ্মশানে শেষকৃত্য। তাঁর জন্যই বলীয়ান বাংলার কমিকস, প্রতিক্রিয়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের।