Morning Headlines: নাবালিকাকে গণধর্ষণ, পাহারায় বিজেপি নেত্রী? চাঞ্চল্যকর অভিযোগ গাইঘাটায় ।Bangla News

Continues below advertisement

নাবালিকাকে গণধর্ষণ, পাহারায় বিজেপি নেত্রী? চাঞ্চল্যকর অভিযোগ গাইঘাটায়। নাবালক-সহ ৪জন গ্রেফতার। কিছু হলে পদক্ষেপ নেবে, বলছে বিজেপি।  

ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ। কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। মানতে নারাজ নেত্রী। 

হাঁসখালিকাণ্ডে পরিবারের সঙ্গে সাক্ষীদেরও সুরক্ষা দিতে বলল হাইকোর্ট।ভাইরাল অডিও নিয়ে তদন্তে সিবিআই। ব্রজর ৬ পরিচিতকে জিজ্ঞাসাবাদ। 

রাজ্যের বাইরে সরানো হোক হাঁসখালি মামলা। জারি হোক রাষ্ট্রপতি শাসন। সুপারিশ বিজেপির কমিটির। রিপোর্টের কী গুরুত্ব? খোঁচা তৃণমূলের। 

ধানতলায় ছাত্রীর রহস্যমৃত্যুতে নাটকীয় মোড়। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে মিলল না খুন, ধর্ষণের প্রমাণ। গলায় দড়ি দিয়েই আত্মঘাতী বলে উল্লেখ। 

ধানতলায় দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে নেই খুন-ধর্ষণের প্রমাণ। রাজনৈতিক উদ্দেশে ফাঁসানোর দাবি অভিযুক্তের পরিবারের। সিবিআই চায় মৃতার বাবার। 

 ২০১৯-এ বীরভূমের লোকপুর, সদাইপুরে জোড়া বিস্ফোরণ, এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। নথি নিতে ভবানীভবনে গেল গোয়েন্দারা। 
বিস্ফোরণ-তদন্তে এনআইএ

 অবশেষে ঝালদাকাণ্ডে মৃত নিরঞ্জন বৈষ্ণবের ফোনের হদিশ! বাড়ি থেকেই উদ্ধার করল সিবিআই। সুইসাইড নোটের সঙ্গে থাকা পেনও বাজেয়াপ্তও। 

 হলদিয়ার তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিল্লিকাণ্ডের চক্রীর! ভাইরাল ছবিতে তোলপাড়। চিনতাম, অনেকেই তো ছবি তোলে, সাফাই নেতার। 

মুক্তিপণ আদায়ের আগেই উদ্ধার ব্যবসায়ী। কসবায় মলের সামনে থেকে অপহরণ, দেড় কোটি টাকা দাবি। ৯ ঘণ্টার মধ্যেই টালিগঞ্জ থেকে পাকড়াও।

পুলিশের বোর্ড লাগানো গাড়িতে তুলে ব্যবসায়ী অপহরণ। মধ্যরাতেই লালবাজারে এলেন সিপি। কসবা থানায় গেলেন গোয়েন্দা প্রধান। গ্রেফতার ৫। 

ভোটে ভরাডুবির পরে বিজেপিতে বিদ্রোহ এবার শীর্ষ স্তরে। এবার দিলীপের নিশানায় সুকান্ত। 

ডিপ্লোমা নিয়ে মিথ্যে হলফনামা দেওয়ার অভিযোগে তথাগতর আক্রমণ। জবাব দিলীপের। 

২দিনের শিল্প সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার কোটির লগ্নির প্রস্তাব। সাক্ষরিত হয়েছে ১৩৭টি মউ, জানালেন মুখ্যমন্ত্রী। 

 ষষ্ঠ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সপ্তমের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরবর্তী সম্মেলন ফেব্রুয়ারির ১ থেকে ৩। বিদেশি শিল্পপতিদের দুর্গাপুজোয় আমন্ত্রণ।

 পঃ মেদিনীপুরের স্কুলে বদলিতেও ঘুষ চাওয়ার অভিযোগ। সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের। এজলাসেই ভাইরাল অডিও শুনলেন বিচারপতি। 

ফের পূর্ব মেদিনীপুরে গ্রাম কমিটির ফতোয়া। পুজোর অনুষ্ঠানে ডাক না পাওয়ায় বাড়িতে গিয়ে আমন্ত্রিতদের শাস্তির হুমকি। ৮জন গ্রেফতার। 

এবার কি ৫ থেকে ১২ বয়সীদের জন্য ভ্যাকসিন? করবেভ্যাক্স ব্যবহারের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। ডিসিজিআইয়ের ছাড়পত্রের অপেক্ষা। 
এবার ৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন?

প্রথমবার সূর্যাস্তের পর লালকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। গুরু তেগ বাহাদুরের ৪০০তম আর্বিভাব দিবসে বিশেষ কয়েন-ডাকটিকিট প্রকাশ। 

 ম্যান ইউয়ের নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ। দায়িত্ব নিচ্ছেন নতুন মরসুমে। দীর্ঘদিন আয়াক্সে কোচিং করানোর পর এবার রোনাল্ডোদের হেডস্যার। 

আজ দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঝালদা হত্যাকাণ্ডে এবার পোস্টমর্টেম রিপোর্টে অসঙ্গতি! 

বগটুই গ্রামে কখন ঢুকেছিল হত্যাকারীরা? কখন এসেছিল পুলিশ? এবিপি আনন্দর অন্তর্তদন্তে রামপুরহাটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

আজ ফের কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে পিকে। ‘হাত’ ধরার বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram