Morning Headlines: ফের দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা, ৩০ এপ্রিল বৈঠক ।Bangla News

Continues below advertisement

দিল্লির হিংসা বিধ্বস্ত জাহাঙ্গিরপুরীতে ঢুকতেই পারল না তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিশি বাধার অভিযোগ। নির্দিষ্ট পথে যায়নি বলেই বাধা, দাবি দিল্লি পুলিশের।

কুশল চকে গেলেও স্থানীয়দের সঙ্গে কথা বলতে পারলেন না সমাজবাদী পার্টির প্রতিনিধি দল। ডি রাজাকেও বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এএনআই সূত্রে খবর।

বিরোধী হলেই বাধা। অভিযোগ সুদীপের। বগটুইকাণ্ডের পর কেন যায়নি তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ? নিরাপত্তার কারণে আটকেছে পুলিশ। পাল্টা বিজেপি। 

দিল্লি-হিংসার মূল চক্রীর সঙ্গে এবার বিজেপি-যোগ। বিজেপি সখ্যের পক্ষে তৃণমূলের একাধিক নেতার ট্যুইট। নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা রাহুল সিন্হা।

ফের দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা। ৩০ এপ্রিল বৈঠক। পড়ে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির পথ খোঁজার চেষ্টা। ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মমতা।

শিক্ষিতদের প্রতি কি দিলীপের অ্যালার্জি ? এইট পাস, অর্ধশিক্ষিত। ফের দিলীপ ঘোষকে নিশানা তথাগত রায়ের। বয়স হলে বুঝতে অসুবিধা হয়। পাল্টা দিলীপ।

আত্ম অহঙ্কার ছাড়, আত্মবিশ্লেষণ করো। পুরনো মানুষগুলো ধীরে তলিয়ে যাচ্ছে। দিলীপের পর এবার ট্যুইট অনুপমের। দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রতিক্রিয়া শমীকের।

পুলিশ লেখা গাড়িতে এসে সোনারপুর থানার অদূরে দুষ্কৃতী তাণ্ডব। থানার অদূরেই চলল গুলি। বন্দুক উঁচিয়ে ব্যবসায়ীদের হুমকি। গ্রেফতার ৫।
থানার অদূরে গুলি !

পোস্তায় বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। বিহার থেকে গ্রেফতার প্রতিবেশী। আতঙ্কে তিনদিন অভিযোগ জানাতে পারেনি নির্যাতিতা, দাবি পরিবারের।

মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার, বাঁশদ্রোণীর পর এবার নামখানা গণধর্ষণকাণ্ডের তদন্তের নজরদারিতে দময়ন্তী সেন। নির্দেশ হাইকোর্টের।

মালদার হবিবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত। 


 কলকাতায় ফের চিটফান্ডের পর্দাফাঁস। ২ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার সুরানা গ্রুপ ফান্ডের কর্ণধার। টার্গেট ছিল বিত্তশালীরা, পুলিশ সূত্রে খবর।

বিশ্বভারতীর ছাত্রের মৃত্যু ঘিরে তুলকালাম। গেট ভেঙে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা। রাজ্যপালের কাছে নিরাপত্তা চাইলেন বিদ্যুৎ চক্রবর্তী।

কৃষ্ণনগরের পর এবার সিউড়ি। স্কুলের মধ্যেই হাতাহাতি। ভুগোল শিক্ষকের মারের হাত থেকে প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে নাক ফাটল শিক্ষাকর্মীর। গ্রেফতার শিক্ষক।

মোদির জম্মু সফরের আগে জঙ্গি হামলা। দুই বাঙালি শ্রমিককে গুলি। চাড্ডা ক্যাম্পের কাছে সিআইএসএফ-এর বাসে জঙ্গি হামলা। নিহত ১ জওয়ান, পাল্টা গুলিতে মৃত ২ জঙ্গি।

 জম্মু-কাশ্মীর জুড়ে তিন হামলায় ২ দিনে ৯ জঙ্গি, ২ জওয়ানের মৃত্যু। বারামুলায় নিহত ৫ জঙ্গির মধ্যে ২ জন বিদেশি, উদ্ধার আফগানিস্থানের অস্ত্র, দাবি সেনার। 

 ফের বিয়ে করতে চলেছেন বাংলা দলের কোচ অরুণলাল। প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বসছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী বান্ধবী বুলবুল সাহা। ২ মে বিয়ের অনুষ্ঠান। 

আইপিএলে কলকাতা-গুজরাত ডুয়েল। হার্দিকদের জয়রথ থামানোর চ্যালেঞ্জ শ্রেয়সদের। আলোচনায় সম্বরণ, সৌরাশিস। ‘ক্রিকেট কিং সাইজ’, সকাল ৯.৩০। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram