Morning Headlines: উদ্বেগজনক রাজ্যের করোনা পরিস্থিতি, দৈনিক মৃত্যুতে এগিয়ে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে শীর্ষে কলকাতা | Bangla News
রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত হয়ে ৩০-র ওপরেই মৃত্যু। সাড়ে ৯ হাজারের কাছে আক্রান্ত। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সংক্রমণে কলকাতা (Kolkata)। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া (Howrah)।
আজ থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম। রাত ৯টা পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও এক ছাড়। করোনাবিধি মেনে করা যাবে আউটডোর শ্যুটিং।
কলকাতায় কনটেনমেন্ট জোন (Containment Zone) কমে ৩৩। পুরসভার যে কোনও সেন্টারেই ভ্যাকসিন পাবে ১৫-১৮ বয়সীরা।
মার্চ থেকে দ্বাদশোর্ধ্বদের ভ্যাকসিনে (Corona Vaccination) দেওয়া শুরু করতে পারে কেন্দ্র। অনুমতি ছাড়া জোর করে চলছে না টিকাকরণ, সুপ্রিম কোর্টে জানাল সরকার।
করোনা, সঙ্গে বিধাননগর ভোট। ২৮ দিন পিছল কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। ৩১-র বদলে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু। চলবে কদিন? বৈঠকে গিল্ড।
গঙ্গাসাগর (Gangasagar) কলকাতার কাছে, তাও নামমাত্র সংক্রমণ। করে দেখিয়েছে ডায়মন্ড মডেল, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বাংলায় কে ব্যর্থ? খোঁচা বিরোধীদের।
কলকাতা, ঠাকুরনগরের পর বনগাঁ, বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে মণ্ডল সভাপতির বাড়িতে পিকনিকে শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। হাজির তিন বিধায়ক।
পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কটাক্ষের পরেই সুর বদল মদন মিত্রের (Madan Mitra)।
মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ হবে কি না, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ, আশা করছে সুপ্রিম কোর্ট।
কত্থক দুনিয়ায় ইন্দ্রপতন। প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj)। কলকাতায় এলেই উঠতেন লেক গার্ডেন্সের বাড়িতে। শোকবার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর।