Morning Headlines: 16.04.2022: জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার, আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। Bangla News
জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার। নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। পাল্টা হামলার অভিযোগ নির্দল কাউন্সিলরের স্বামীর।
বেহালায় তাণ্ডবের পর কাটতে চলল তিন দিন। এখনও অধরা মূল অভিযুক্ত। গ্রেফতার ৪ অনুগামী। ধৃত ১৬ জনের ১৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজত।
ধর্ষণ হলে প্রমাণ দেখান। মিছিল করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব. মুর্শিদাবাদের তৃণমূল নেতার সিপিএমকে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল।
নেতাকে গ্রেফতারির দাবি সিপিএমের। তৃণমূলের ওপর নিয়ন্ত্রণ নেই দলনেত্রীর, কটাক্ষ বিজেপির। দল অনুমোদন করে না, দাবি তৃণমূলের।
বীরভূমে ফের গণধর্ষণের অভিযোগ। শান্তিনিকেতনে মেলা থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ভর্তি হাসপাতালে। অধরা অভিযুক্তরা।
হাঁসখালিকাণ্ডে শ্মশানে গিয়ে চিতাভস্ম থেকে নমুনা সংগ্রহ কেন্দ্রীয় ফরেন্সিক দলের। বিস্ফোরক দাবি শ্মশানের কর্মীর।
শ্রীরূপার বাইট- মেয়েটিকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো?) প্রশ্ন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। আজ নাড্ডাকে রিপোর্ট। বিজেপি শাসিত রাজ্য কী স্বর্গ? খোঁচা যশবন্তের।