Morning Headlines: রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পার। Bangla News

Continues below advertisement

একলাফে রাজ্যে ৫ হাজার বেশি আক্রান্ত। দৈনিক সংক্রমণ ১৪ হাজার পার! ১৭জনের মৃত্যু। শুধু কলকাতাতেই ৬ হাজারের বেশি আক্রান্ত, ৫জনের মৃত্যু।


করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে। সংক্রমিত দেব-রুক্মিণী-মিমি থেকে রুদ্রনীল। 


দেশে একদিনে সংক্রমণের হার বাড়ল ৫৫ শতাংশ। দৈনিক মৃত্যু ৪ গুণেরও বেশি! কলকাতা, উঃ ২৪ পরগনা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। বাড়ল কনটেনমেন্ট জোন। 


করোনা আক্রান্ত হলে এবার ৭দিনের আইসোলেশন। জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক। উপসর্গ না থাকলে সংক্রমিতের সংস্পর্শে এলেও টেস্ট নয়। 


টিকার ককটেল না, কোভিশিল্ড নিলে বুস্টার ডোজেও নিতে হবে কোভিশিল্ড। জানিয়ে দিল আইসিএমআর। সংক্রমণের হারে ২ নম্বরে বাংলা। 


ইউরোপ-দক্ষিণ আফ্রিকার থেকেও দ্রুত ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট, উদ্বিগ্ন চিকিত্সকরা। ফ্রান্সের বিজ্ঞানীরা খুঁজে পেলেন সর্বাধিক শক্তিশালী IHU ভ্যারিয়েন্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram