Morning Headlines: আজ হাঁসখালি যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ।Bangla News

Continues below advertisement

আজ হাঁসখালি যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রাতেই কলকাতায় এলেন বিজেপি সাংসদ। শ্যামবাজারে বিজেপির বিক্ষোভ।

হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলে গ্রেফতারির পরেও আতঙ্ক। সিবিআইকে সামনে পেয়ে কাতর আবেদন।

তদন্ত শুরু করেই হাঁসখালিকাণ্ডে অভিযুক্তের বাড়িতে সিবিআই। তালা ভেঙে ভিতরে ঢুকল সিএফএসএল।  

এবার হাঁসখালিকাণ্ডে দলের অস্বস্তি বাড়ালেন সৌগত।

ময়নাগুড়িতে ধর্ষণের চেষ্টার পরে খুনের হুমকির অভিযোগ। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। গ্রেফতার ১। মূল অভিযুক্ত অধরা।

পরপর নারী নির্যাতন, ফের রাজ্যকে আক্রমণে রাজ্যপাল।

তাণ্ডবের ২দিন পরেও খোঁজ নেই বেহালার যুব তৃণমূল নেতার। পুলিশকর্তাদের সঙ্গে ছবি ভাইরাল। শাসকের আশ্রয়ে অধরা, খোঁচা বিরোধীদের।

বেহালায় তাণ্ডব। সমালোচনার মুখে মূল অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে বহিষ্কার করল তৃণমূল।

ঝালদাকাণ্ডে আইসিকে একদিনে ২ দফায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। হত্যাকাণ্ডের পরে কী পদক্ষেপ? অডিও ক্লিপে কার কণ্ঠস্বর? জানতে চাইল সিবিআই।

ফের কি চোখ রাঙাতে শুরু করল করোনা? দিল্লিতে ছাত্র-শিক্ষক-সহ একদিনে ২২৪জন আক্রান্ত। স্কুলে ফের কড়াকড়ি। আতঙ্কের কিছু নেই, দাবি সরকারের।

সাত পাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া। মুম্বইয়ের বাড়িতে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে। সাক্ষী থাকলেন করিশ্মা, করিনা, সইফ, করণ জোহররা।

আজ বাংলার নতুন বছর। কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।

স্কাইওয়াক তৈরির ঘোষণা। নতুন রূপে আত্মপ্রকাশ করল মূল প্রবেশদ্বার।

আজ শ্রেয়স বনাম উইলিয়ামসন। কলকাতাকে জিতিয়েই ইলিশের স্বাদে ডুবতে চান অ্যারন ফিঞ্চ। বিশ্লেষণে সম্বরণ-লক্ষ্মীরতন। ক্রিকেট কিং সাইজ, সকাল ৯.৩০।

নববর্ষে ‘বেলাশুরু’ হোক নতুন রসনায়। আড্ডায় জমালেন অনুপম, অনিন্দ্য, ইমন, ইন্দ্রানী, মনামী, নন্দিতা, শিবপ্রসাদ। ‘নববর্ষের বেলাশুরু’, বিকেল ৫.৩০।

পয়লা বৈশাখে নানা স্বাদের গল্পে টিম ‘কিশমিশ’। দেব, রুক্মিণী, অঞ্জনা, খরাজ, কমলেশ্বরের এক্সক্লুসিভ আড্ডা। ‘পয়লা আড্ডা’, সন্ধে ৬.৩০।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram