Morning Headlines: BSF-র পরিসর বৃদ্ধির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। Bangla News
বিএসএফের(BSF) পরিসর বৃদ্ধির বিরুদ্ধে ১৬ নভেম্বর বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। সংসদে সরব হব, হুঁশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee)। দেশের সুরক্ষা নিয়েও রাজনীতি, পাল্টা দিলীপ (Dilip Ghosh)।
পুরভোটের আগে হাওড়া পুরসভা থেকে আলাদা হল বালি(Bally) পুরসভা। বিরোধীশূন্য বিধানসভায় পাস প্রস্তাব। মানুষের কাছে পরিষেবা পৌঁছতেই সিদ্ধান্ত, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
পুরভোট নিয়ে ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠক। প্রস্তুত তৃণমূল, দাবি ফিরহাদের (Firhad Hakim)। সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি বিজেপির (BJP)।
মঙ্গলবার থেকে সরকারি স্কুলের সঙ্গে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও। কোনও স্কুলে শিফটে ক্লাস, কোথাও একসঙ্গে অনলাইন-অফলাইন ক্লাস।
দূরপাল্লার ট্রেনে উঠছে স্পেশাল তকমা। করোনা আবহে দেড় বছর পর ফিরছে মেল ও এক্সপ্রেস ট্রেন। কবে থেকে বদল, প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে দিন ঘোষণা, জানাল রেল বোর্ড।