Morning Headline: মূক ও বধির তরুণীকে চলন্ত ট্যাক্সিতে 'ধর্ষণ', গ্রেফতার অভিযুক্তের পুলিশ হেফাজত। Bangla News

Continues below advertisement

খাস কলকাতায় মূক ও বধির তরুণীকে চলন্ত ট্যাক্সিতে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার আনন্দপুরের বাসিন্দা। ধৃতের পুলিশ হেফাজত।

বীরভূমের লোকপুরে অবৈধভাবে কয়লা মজুত ঠেকাতে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। কয়লা পাচারকারীরা বাধা দিলে খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট, আহত দুটি থানার ওসি।

এবার নদিয়া নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ বিজেপির। বাদ ৩ বারের সাধারণ সম্পাদক। এলাকার ভোটার নন, তাই বাদ, দাবি বিজেপি সাংসদের। পারলে প্রমাণ করুন, পাল্টা নিরঞ্জন।

পুরুলিয়ায় বিজেপির নতুন জেলা কমিটি নিয়ে প্রকাশ্যে অন্তর্কলহ। ওবিসি মোর্চার রাজ্য সহ সভাপতির বাড়িতে তালা বিজেপির একাংশের। আদি-তৎকাল সংঘাত, খোঁচা তৃণমূলের।

গাইঘাটার পর উত্তর বাগনায় পিকনিকের আয়োজন শান্তনু ঠাকুরের। হাজির গাইঘাটার বিধায়ক। সাংসদ এলাকায় পিকনিক হওয়ায় রাজ্য নেতৃত্বকে আমন্ত্রণ নয়, দাবি বিদ্রোহী বিজেপি সাংসদের। 

অম্বেডকরের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের। ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার ভাবনা সরকারের। অধ্যক্ষের অবস্থানে উদ্বিগ্ন রাজভবন। 

বিধানসভায় রাজ্যপাল আসতে চাওয়ার কারণ জিজ্ঞাসা অধ্যক্ষের এক্তিয়ারের মধ্যেই পড়ে, দাবি সুখেন্দুশেখরের। বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলে বেআইনি, পাল্টা শুভেন্দু।

আর্থিক সঙ্কট থাকলেও কলকাতা পুরসভায় পেনশন বন্ধ নয়। পেনশন বন্ধের নোটিস নিয়ে কে দিয়েছে তদন্ত হচ্ছে, জানালেন ফিরহাদ। বিজেপি নয়, তৃণমূলেরই কেউ নোটিস দিয়েছে, পাল্টা শমীক।

১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়িতে পুরভোট। ভোটগণনা ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশনের।

প্রাণহানির আশঙ্কায় ফেসবুক লাইভে কেঁদে ফেললেন কোচবিহারের হাড়িভাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল প্রধান। নেপথ্যে কাটমানি, খোঁচা বিজেপির। দলের কেউ যুক্ত থাকলে ব্যবস্থা, আশ্বাস তৃণমূলের।

ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য। বিদ্যুৎভারতী করার চেষ্টা, পাল্টা তৃণমূল। নষ্ট ঐতিহ্য, মত আশ্রমিকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram