Morning Headlines: কমিটি নিয়ে বিজেপিতে বিদ্রোহ অব্যহত। Bangla News

Continues below advertisement

কমিটি নিয়ে বিজেপিতে বিদ্রোহ। দিল্লি যাওয়ার আগে রীতেশ-জয়প্রকাশের সঙ্গে বৈঠকে শান্তনু। দেখা করতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। 

তৃণমূলের সাংসদ-বিধায়কের উপস্থিতিতে বিজেপি নেতাকে চুঁচুড়ায় সম্বর্ধনা! জল্পনা বাড়ালেন হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। 

কমিটি নিয়ে ক্ষোভে জেরবার বিজেপি। সুকান্তকে সার্টিফিকেট অনুব্রতর! 

মঙ্গলবার থেকে কলকাতায় আরএসএসের শীর্ষ স্তরের ২দিনের পর্যালোচনা বৈঠক। সোমবারই আসছেন ভাগবত। আলোচনা হবে সঙ্ঘের রণকৌশল নিয়ে। 

৫ রাজ্যে ভোটের আগে ফের পেগাসাস নিয়ে তোলপাড়। ২০১৭-তেই ভারত-ইজরায়েলের ২০০ কোটি ডলারের চুক্তি, দাবি নিউইয়র্ক টাইমসের। 

দেশবাসীর উপরেই কেন্দ্রের নজরদারি, প্রমাণিত রিপোর্টে। প্রধানমন্ত্রীকে দায়ী করে আক্রমণে বিরোধীরা। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন বিজেপির। 

বালিগঞ্জ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎ রেললাইনে গাড়ি। ৩ জন আটক। গভীর রাতে তপসিয়ার কাছে মন্দিরে ধাক্কা বেপরোয়া গাড়ির। ক্ষতিগ্রস্ত মন্দিরের একাংশ।

 মহারাষ্ট্র, রাজস্থানের পর ৩১ জানুয়ারি থেকে ত্রিপুরাতেও খুলছে স্কুল। প্রাথমিক থেকেই ক্লাস শুরু। বাংলায় কবে? প্রশ্ন তুলে ধর্মতলায় বিক্ষোভ। 

৩১ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশনে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটি কমাল সরকার। আবেদন করলে পুরসভার সম্পত্তি করে পুরো জরিমানা, সুদের ৫০ শতাংশ মকুব। 

 আজ থেকে রাজ্যে দাম বাড়ছে পাউরুটির। ৪০০ গ্রামে ৪ টাকা, ২০০ গ্রামে ২ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত। 

 গোয়ায় আইএসএলের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিল মোহনবাগান। ৩-১ গোলে জয়। জামশিদ-পুত্র কিয়ান নাসিরির হ্যাটট্রিক। 

৪৪ বছর পর অস্ট্রেলিয়র হাতে অস্ট্রেলিয়ান ওপেন। কলিন্সকে উড়িয়ে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি। ৬-৩, ৭-৬ সেটে জয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram