Morning Headlines: দার্জিলিং ছাড়া ১০৮ টি পুরসভায় প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। Bangla News
২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভায় ভোট। দার্জিলিং ছাড়া প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। তালিকায় নেই কোনও বিধায়ক। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। জানালেন পার্থ।
মহেশতলা পুরসভায় বিধায়ক দুলাল দাস, উত্তরপাড়ায় সস্ত্রীক দিলীপ যাদব, বৈদ্যবাটি পুরসভায় চাঁপদানির বিধায়ককে টিকিট তৃণমূলের। পরিবারতান্ত্রিক দল, কটাক্ষ বিজেপির।
প্রার্থী ঘোষণার পরেই জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। ইংরেজবাজার পুরসভার প্রার্থী নিয়ে পিকের সংস্থার বিরুদ্ধে ক্ষোভ কৃষ্ণেন্দুর।
প্রার্থী নিয়ে কাঁথিতে বিক্ষোভ। নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ মৎসমন্ত্রীর।
প্রার্থী তালিকায় নেই নাম, ক্ষোভে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ পুরুলিয়ার বিদায়ী কাউন্সিলরের। সোশ্যাল মিডিয়ায় লাইভে কেঁদে ভাসালেন চন্দ্রকোণার তৃণমূল নেতা।
তৃণমূলের সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধ ? ওয়েবসাইট নয়, মমতার অনুমোদিত পার্থ-বক্সীর সই করা তালিকাই চূড়ান্ত। জানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাঠানো হল জেলা সভাপতিদের কাছে।
পুরভোটের প্রার্থী-তালিকা প্রকাশের আগেই রাজপুর-সোনারপুরে তৃণমূল বিধায়ক-টাউন সভাপতি সংঘাত। আলোচনা ছাড়াই তালিকা, অভিযোগ তৃণমূল নেতার। দলবিরোধী কাজ, পাল্টা লাভলি।
ক্লাসে সবাই ফার্স্টবয় হতে পারে না। তৃণমূলের ঠিক করে দেওয়া প্রার্থীকেই সমর্থন করতে হবে। প্রার্থী নিয়ে অসন্তোষ আশঙ্কায় দলীয় নেতা-কর্মীদের বার্তা তৃণমূলের মহাসচিবের।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীক ধমক। পুলিশের মেরুদণ্ডে আঘাত। আইএএস-আইপিএসদের সংগঠনকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের।
কার মেরুদণ্ড সোজা মানুষ দেখছেন। রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল। জানালেন পার্থ। রাষ্ট্রনেতার মতো আচরণ করুন, মত জয়প্রকাশের।
সংবিধান নয়, শাসকের শাসন চলছে। রাজ্য-রাজ্যপাল সংঘাতে কটাক্ষ দিলীপের। কেন্দ্র অথবা রাজ্য চাপে পড়লেই রাজ্য রাজ্যপাল যুদ্ধ যুদ্ধ নাটক হয়। কটাক্ষ শমীক লাহিড়ির।
তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ। রাজসভায় সরব ডিএমকে। বাংলা নিয়ে সরব তৃণমূলও। আলোচনার দাবি না মানায় ওয়াকআউট।