Morning Headlines: তৃণমূলের প্রার্থী তালিকা বিতর্কে মোড়, তালিকা নিয়ে বিতর্কে কড়া বার্তা মমতার। Bangla News
আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলায় প্রার্থী তালিকা পাঠাল বিজেপি। খড়গপুরের পুরভোটে প্রার্থী বিধায়ক হিরণ। কাঁথির ২ বিধায়কও প্রার্থী।
প্রার্থী তালিকা বিতর্কে মোড়। পার্থ, বক্সী, ফিরহাদরা থাকলেও তৃণমূলের সমন্বয় কমিটিতে নেই অভিষেক। দূরত্ব আরও বাড়বে, খোঁচা বিরোধীদের।
তালিকা নিয়ে বিতর্কে কড়া বার্তা মমতার।
প্রার্থী নিয়ে আর সমস্যা নেই। জেলায় জেলায় নতুন করে তালিকা পাঠানোর কথা জানিয়ে দাবি পার্থর।
রাতারাতি অভিষেকের অনুগামী ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা জাহাঙ্গিরের পুলিশি সুরক্ষা প্রত্যাহার।
শেষমুহূর্তে অভিষেকের গোয়া সফর বাতিল। নামই নিলেন না মমতা।
প্রার্থী তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই জল্পনা বাড়ালেন পার্থ। এড়ালেন আইপ্যাক নিয়ে প্রশ্ন।
প্রার্থী নিয়ে অব্যাহত বিক্ষোভ। কামারহাটি, খড়দায় অবরোধ,বিক্ষোভ। দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের।
পুরভোটে প্রার্থী নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক। সাময়িক ক্ষোভ, দাবি নেতৃত্বের।
নির্বাচনী কার্যালয়ে হামলায় অভিযুক্তরা কেন এখনও অধরা? প্রশ্ন তুলে
বিজেপির বিধাননগর কমিশনারেট অভিযান ঘিরে ধুন্ধুমার।
ভোটের আগে বিধাননগরে অশান্তি অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা। বুধবারের মধ্যে কমিশন-রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ।
অখিলেশের হয়ে ভোটের প্রচারে লখনউয়ে মমতা।
সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার উপর জবাবি ভাষণে কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রীর।
সংসদে বিদ্রুপের সুরে কংগ্রেসকে আক্রমণে মোদি। তীব্র প্রতিবাদে অধীররা। দফায় দফায় হইচই। মুগাম্বো খুশ হুয়ার মতো কি? খোঁচা তৃণমূলের।
লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশে ২ দিনের রাষ্ট্রীয় শোক। রবীন্দ্র সদনে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ভারতরত্নের প্রতিকৃতি।