Morning Headlines: গরুপাচারকাণ্ডে এবার CBI নজরে দেব, ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তলব। Bangla News
Continues below advertisement
গরুপাচারকাণ্ডে এবার সিবিআই নজরে দেব। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তলব। সাক্ষীদের বয়ানে নাম উঠে আসার দাবি।
মনোনয়নে মমতার নির্দেশ অমান্য, দঃ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল। অরূপকে সরিয়ে সমন্বয়ের দায়িত্বে কুণাল ঘোষ, সওকত মোল্লা। রিপোর্ট তলব।
ভোটের আগেই বজবজ, সাঁইথিয়া পুরসভা তৃণমূলের দখলে। বজবজের ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি বিরোধীশূন্য। সাঁইথিয়ায় ৩টি ওয়ার্ডে লড়াইয়ে শুধু বামেরা।
শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট। মোতায়েন ৯ হাজার রাজ্য পুলিশ। ২৭শের ভোটের জন্য কাঁথিতে রুটমার্চ।
আজ থেকে উত্তরপ্রদেশে ভোট। প্রথম দফায় ১১টি জেলার ৫৮টি আসনে নির্বাচন। মোতায়েন প্রায় ৫০ হাজার আধা সেনা। ভাগ্য নির্ধারিত হবে একাধিক মন্ত্রীর।
Continues below advertisement
Tags :
Abhishek Banerjee TMC ABP Ananda CBI Dev ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Municipal Election Morning Headline