Morning Headlines: পঞ্চায়েত-লোকসভা ভোটের কথা তুলে বিস্ফোরক অভিষেক-ঘনিষ্ঠ দেবাংশু। Bangla News

Continues below advertisement

আরেকটা ২০১৮ হলে ২০১৯ সময়ের অপেক্ষা। বাড়ি বাড়ি ঘুরলেও মিলবে না ক্ষমা। পঞ্চায়েত-লোকসভা ভোটের কথা তুলে বিস্ফোরক অভিষেক-ঘনিষ্ঠ দেবাংশু। 

ফ্রি হ্যান্ড দিতে হবে পুলিশকে। পুরভোটের আগে বিস্ফোরক দেবাংশু। কেন্দ্রীয় বাহিনীর সওয়াল। তৃণমূলে আমরা-ওরা বাড়ছে, খোঁচা বিরোধীদের।

বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশনই। প্রয়োজন নেই বলেও গণ্ডগোল হলে দায়ী কমিশনার, জানিয়ে দিল হাইকোর্ট।

সন্ত্রাস করে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির কমিশন অভিযানে ধুন্ধুমার।

বিরোধীশূন্য করে এবার দিনহাটা পুরসভাও তৃণমূলের দখলে। 

জল্পনা বাড়িয়ে একদিনেই দঃ ২৪ পরগনার সমন্বয়ে কমিটিতে ফিরলেন অরূপ। ক্ষমতার লড়াই, খোঁচা সিপিএমের। সংঘাত নেই, পাল্টা কুণাল। 

এবার শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক সব্যসাচী।

মহেশতলার পর এবার বর্ধমান। বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী! প্রতীক না পেয়ে কান্নায় ভাঙলেন তৃণমূল নেতা। মালবাজারে অনশন।

বিজেপি না এলে বাংলা, কাশ্মীরের মতো হবে উত্তরপ্রদেশ। যোগীর মন্তব্যে তোলপাড়। হারের হতাশায় হুমকি, আক্রমণে বিরোধীরা।

দেবের পর এবার গরুপাচারকাণ্ডে অনুব্রতকে সিবিআই তলব। ১৪ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ। 

রাজ্যে শিল্প সম্মেলনের আগে নবান্নে আদানি-পুত্র। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক। কথা হয়েছে তাজপুর বন্দর নিয়ে, খবর সূত্রের। 

১৬ থেকে ২০ ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ। দর্শক প্রবেশে অনুমতি চেয়ে বিসিসিআইকে চিঠি সিএবির। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram