Morning Headlines: দিঘা থেকে ১০০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ইয়াস, সমুদ্রে ১২ ফুট উঁচু ঢেউ!

Continues below advertisement

স্থলভাগের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। আপাতত ওড়িশার ধামড়া থেকে ৬০ কিলোমিটার দূরে, দিঘা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়। ইয়াসের প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার। আমফানের মতো ক্ষতি হবে না, জানালো আবহাওয়া দফতর। আগাম সর্তকতায় আজ রাত পর্যন্ত কলকাতা বিমানবন্দর, বন্ধ ভুবনেশ্বর বিমানবন্দরও। ইয়াসের আগে টর্নেডোয় বিধ্বস্ত ব্যান্ডেল, হালিশহর। স্থলভাগে ঢোকার সময় ভরা কোটালের ধাক্কায় স্বাভাবিক উচ্চতার চেয়েও ৬-১২ ফুট উঁচুতে সমুদ্রে উঠতে পারে ঢেউ। দিঘায় নামল সেনাবাহিনী, নামখানায় ভাঙল বাঁধ। ভরা কোটালের কারণে কলকাতায় বন্ধ থাকবে গঙ্গার লকগেট, ভারি বৃষ্টিতে জল জমার আশঙ্কা।

 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram