পাকিস্তানেই আছে দাউদ, মানল ইসলামাবাদ, রাজধানীতে নাশকতার ছক বানচাল – দেখুন ‘সকালের শিরোনাম’
১। মৃত্যুর রাতে রান্নাঘর ছাড়া বন্ধ ছিল সব আলো। আগে দেখিনি, হয়নি পার্টিও। গণ্ডগোল আছে, দাবি সুশান্তর প্রতিবেশীর। তথ্য পেতে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
২। বন্ধু সিদ্ধার্থ, রাঁধুনিকে নিয়ে সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটে সিবিআই। সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা। সুশান্ত মৃত্যু তদন্তে পুনর্নির্মাণ। নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ।
৩। ব্রেকফাস্ট নিয়েই বন্ধ করেন দরজা, দাবি সুশান্তর পরিচারকের। জানুয়ারিতে ডেকেছিল, কথা বলতে বলতে ভেঙে পড়েছিল কান্নায়, জানালেন বন্ধু সিদ্ধার্থ পিঠানী।
৪। পাকিস্তানেই আছে দাউদ, অবশেষে মানল ইসলামাবাদ। রাষ্ট্রপুঞ্জের জঙ্গি-তালিকা মেনে জারি নিষেধাজ্ঞা। দাউদের সঙ্গেই নাম হাফিজ সঈদ, মাসুদ আজহারের।
৫। দিল্লিতে নাশকতার ছক বানচাল। সেনা স্কুলের কাছে গুলির লড়াইয়ের পর গ্রেফতার আইএস জঙ্গি। উদ্ধার আগ্নেয়াস্ত্র-আইইডি। নিষ্ক্রিয় করল এনএসজির রোবট। পলাতক ২।
সঙ্গে আরও খবর, দেখুন সকালের শিরোনাম