Morning Headline: নারদকাণ্ডে ধৃত চার হেভিওয়েটের জামিন পুনর্বিবেচনার আর্জি গ্রহণ, আজ হাইকোর্টে শুনানি
নারদকাণ্ডে ধৃত চার হেভিওয়েটের জামিন পুনর্বিবেচনার আর্জি গ্রহণ, আজ হাইকোর্টে শুনানি। আজ সিবিআইয়ের অন্য রাজ্যে মামলা স্থানান্তরের শুনানি। বুধবার পর্যন্ত জেলেই চার নেতা-মন্ত্রী। জেলে অসুস্থ সুব্রত, মদন, শোভন চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি মদন শোভন। নারদকাণ্ডে প্রতিহিংসার রাজনীতি, তৃণমূলের সুরে সুর মিলিয়ে দাবি বিজেপির দিপেন্দু বিশ্বাসের, দলে থাকতে চাই না, জানিয়ে চিঠি রাজ্য নেতৃত্বকে। করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সংক্রমিত স্ত্রীও। দেশে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। দৈনিক মৃত্যুতে দেশে নতুন রেকর্ড। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু ১৪৫ জন। সংক্রমিত সাড়ে ১৯ হাজারের বেশি। রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে হবে সেফ হোম। করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত রাজ্যের। করোনাকালে বাতিল ১০টি স্পেশাল ট্রেন। ফের বাংলায় ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ২৬ মে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়ে 'যশ’। প্রভাব পড়তে পারে বাংলাতেও।