Mumbai Businessman Arrest: ১০ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগ, নিউমার্কেটের হোটেল থেকে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী | ABP Ananda LIVE

Continues below advertisement

১০ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে নিউ মার্কেটের হোটেল থেকে পাকড়াও করা হল মুম্বইয়ের ব্যবসায়ীকে। গ্রেফতার করল মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং। ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মুম্বইয়ের কস্তুরবা থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। 

২ ঘণ্টা পার, রেশন-দুর্নীতি মামলায় ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে, ৫ জুন ঋতুপর্ণাকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান ঋতুপর্ণা। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? জানতে তলব ইডির। 

পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো। রাত ৯টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী। বর্ষার জন্য ৩ মাস বন্ধ রয়েছে হলং বন বাংলো। ফলে বাংলোয় কোনও পর্যটক ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে প্রায় একঘণ্টা পর ফালাকাটা-হাসিমারা থেকে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের তৈরি হলং বন বাংলো। AC শর্ট সার্কিটের জেরেই আগুন বলে বন দফতরের প্রাথমিক অনুমান। বন্ধ বন বাংলোতে কী তাহলে AC চলছিল? প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না বলে আক্ষেপ আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের। এদিকে, হলং বন বাংলো পুড়ে যাওয়ায় পর্যটনে প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram