Municipal Election: রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিলে নিষেধাজ্ঞা । Bangla News

Continues below advertisement

কড়া করোনা-বিধিতে ২২ তারিখেই হবে ৪ পুরসভায় ভোট। রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিলে নিষেধাজ্ঞা। বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বাধিক ৫ জনকে অনুমতি। কমানো হল প্রচারের সময়সীমা। ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার। ৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার। খোলা মাঠে ৫০০-র বেশি জনসমাগম করে সভা নয়। প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের অন্তত একটি টিকা বাধ্যতামূলক। প্রতি পুরসভার ক্ষেত্রে একজন নোডাল হেল্থ অফিসার নিয়োগ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের।

এ বিষয় সুকান্ত মজুমদার বলেন, আমার তো নির্বাচন কমিশনকে দিশাহীন মনে হচ্ছে। নির্বাচন কমিশন কেন ভোট করাতে চাইছেন এবং কীভাবে ভোট করাতে চাইছেন? এত নিষেধাজ্ঞার মধ্যে মানুষ কতটা বেড়িয়ে ভোট দেওয়ার সাহস দেখাবেন? 

বিজেপি যাতে দু-তিনটের বেশি ওয়ার্ডে প্রার্থী দিতে না পারে, তা দেখতে হবে। এইভাবে দিনহাটা পুরভোটে বিজেপির উদ্দেশ্যে কারযত হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram