Nadia: একটানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে নদিয়ার ফুলচাষীরা| Bangla News
নিম্নচাপের জেরে দিন কয়েকের লাগাতার বৃষ্টি। ব্যাপক ক্ষতি নদিয়ার ফুল চাষে। করোনা আবহে ঋণ নিয়ে চাষ করে এখন বিপাকে ফুলচাষিরা। রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের জানানো হয়েছে। আর ক’দিন পরেই এ জমি ভরে থাকত চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধায়। একবার চাষ হয়ে গেলে আর বছরভরের ভাবনা থাকবে না। এমনটাই ভেবেছিলেন, নদিয়ার রানাঘাট দু’নম্বর ব্লকের ধানতলা, নতুনগ্রাম, বঙ্কিমনগরের বিশ্বজিৎ, সুবোধরা। কিন্তু, বরুণদেব যে এঁদের ওপর এতটা রুষ্ট, তা বোধহয় ঘুণাক্ষরেও টের পাননি। দিনকয়েকের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি নদিয়ার ফুল চাষে। কোথাও জমা জলে পচে গিয়েছে শিকড়। কোথাও আবার জলের তোড়ে নুইয়ে পড়েছে চন্দ্রমল্লিকার চারা। প্রতিবছরই শীতের সময় এঁরা ফুল রফতানি করেন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। মোটা টাকা উপার্জনও হয়। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় এখন শুধুই দুশ্চিন্তায় দিন কাটছে ফুলচাষীদের।