ABP News

Nagpur News: মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি এবং তার পাল্টা গুজবে অগ্নিগর্ভ চেহারা নিল নাগপুর

Continues below advertisement

ABP Ananda Live: মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি এবং তার পাল্টা গুজবে অগ্নিগর্ভ চেহারা নিল নাগপুর। একের পর এক হিনদুত্ববাদী সংগঠনের তরফে তোলা, আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে, বেশ কিছুদিন ধরেই পারদ চড়ছিল। উত্তরপ্রদেশের শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাস-এর তরফে ঘোষণা করা হয়, ওই সমাধির উপর দিয়ে বুলডোজার চালাতে পারলে, ২১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সমাধি সরানোর দাবি তোলে বজরং দল এবং বিশ্ব হিনদু পরিষদও। এর মধ্য়ে সোমবার রাতে, ধর্মীয় বই পোড়ানোর গুজব থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অশান্তির আগুন ছড়িয়ে পড়ে নাগপুরের বিভিন্ন এলাকায়। কোথাও পাথর ছোড়া হয়। কোথাও ভাঙচুর চালানো হয়। কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়। নাগপুরে অশান্তির ঘটনায় ৩৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রায় ৫০ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। CCTV ফুটেজ দেখে আরও সনাক্তকরণের কাজ চলছে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram