নজরে ৯ চটজলদি: পায়ের ফোলা কম, এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । এদিন সন্ধ্যায় তাঁকে ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয় হাসপাতালের তরফে। এসএসকেএমের মেডিক্যাল বুলেটিনে বলা হয়, "হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারবার তিনি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন। মমতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে বাড়ি ফিরে ওঁকে সব বিধিনিষেধ মেনে চলতে হবে। নিয়ম মেনে উনি চলাফেরা করতে পারবেন।" হাসপাতাল সূত্রে খবর, এদিন প্লাস্টার কেটে দেখা যায়, মুখ্যমন্ত্রীর পায়ে ফোলা কমেছে। আজ নতুন করে মমতার পায়ে প্লাস্টার করা হয়। এরপরই দুপুরে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেন মমতা। সূত্রের খবর, আজ চিকিৎসকদের কাছে ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা। চিকিৎসকরাও জানান, বাড়ি ফেরার মতো অবস্থায় এসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়। চিকিৎসকদের মতে, বাড়িতে রেখেও ২-৩ দিন তাঁর চিকিৎসা করা যায়। বাড়িতে কীভাবে থাকতে হবে মমতাকে জানিয়েছেন চিকিৎসকরা। ১৪ মার্চ তৃণমূলের ইস্তাহার প্রকাশের সম্ভাবনা। নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। দিল্লিতে কমিশনের কাছে নন্দীগ্রামের ঘটনায় নালিশ তৃণমূলের। ভিডিও প্রকাশের দাবি বিজেপির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram