নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী

Continues below advertisement

নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে, 'নারদমামলা নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন না হেভিওয়েটরা। শুধুমাত্র নারদ মামলা নিয়ে কোনও মন্তব্য বা সাক্ষাৎকার নয়। সংবাদমাধ্যমে কোনও মন্তব্য বা সাক্ষাত্কার নয়। কোনও তথ্য প্রমাণ বিকৃত করা চলবে না।’

হাইকোর্টের এক বিচারপতির নারদ শুনানি সংক্রান্ত চিঠি ভাইরাল হয়েছে। চিঠিতে ১৭ মে নারদ মামলার শুনানি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যেভাবে একটি ই-মেল পেয়ে শুনানি করা হয়েছে, তাতে প্রশ্ন তোলা হয়েছে। "ই-মেলের ভিত্তিতে হাইকোর্টের ফার্স্ট বেঞ্চ শুনানি করতে পারে? নিয়ম অনুযায়ী মামলা যাওয়া উচিত ছিল সিঙ্গল বেঞ্চে", প্রশ্ন তোলা হয়েছে ভাইরাল হওয়া ওই চিঠিতে। "ট্রান্সফার পিটিশনের শুনানিতে, জামিন-নির্দেশে স্থগিতাদেশ দেওয়া যায়?" নিম্ন আদালতের জামিন-নির্দেশে স্থগিতাদেশ দেওয়া যায়? গোটা বিষয়টাতে আমরা নিজেদেরকে তামাশায় পরিণত করেছি। প্রয়োজনে ফুল বেঞ্চ গঠন করে, এই বিষয়গুলি আলোচনা করা হোক।" উল্লেখ ওই বিচারপতির ভাইরাল হওয়া চিঠিতে।

কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী। মোদির সঙ্গে আলাদা করে কথা বলে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য পিএমও থেকে আলাদা সময় চাওয়ার পরেও কলাইকুণ্ডায় যাওয়ার পর অপেক্ষা করতে হয় মুখ্যমন্ত্রীকে। রাজ্যপাল ও শুভেন্দুকে নিয়ে মোদির রিভিউ বৈঠকের সময়েই মুখ্যসচিবকে নিয়ে ঘরে ঢোকেন মুখ্যমন্ত্রী। সেখানেই ইয়াসে ক্ষতির রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।  বৈঠক শেষ শুভেন্দু অধিকারী বলেন, 'তিনি এসে প্রধানমন্ত্রীকে একটা রিপোর্ট দিয়ে চলে গিয়েছেন। আজ প্রধানমন্ত্রীর কাছে বাংলার মানুষের জন্য সাহায্য আদায় করে নেওয়ার দিন। এই পরিস্থিতিতে কোনও রকম রাজনৈতিক বিতর্কে আমি যাব না।' পরে ট্যুইটেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, "রাষ্ট্র ও গণতন্ত্রের পক্ষে সংঘাতপূর্ণ পরিবেশ মোটেও স্বাস্থ্যকর নয়। মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের বৈঠকে যোগ না দেওয়া আইন ও শাসন ব্যবস্থার পক্ষে মানানসই নয়।"

ঘূর্ণিঝড় ইয়াসের বিধ্বস্ত তিন রাজ্যের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ওড়িশাকে এখনই ৫০০ কোটি টাকা অর্থসাহায্য কেন্দ্রের পক্ষে করা হলেও বাকি দুই রাজ্যের ক্ষেত্রে অবশ্য তেমনটা হচ্ছে না। বাংলা ও ঝাড়খণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার পরই দুই রাজ্যকে দেওয়া হবে বাকি ৫০০ কোটি টাকা। কেন্দ্রীয় দলের পক্ষ থেকে দুই রাজ্যের ইয়াস পরিস্থিতি খতিয়ে দেখা হবে। কলাইকুণ্ডায় প্রশাসনিক বৈঠকের পর এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ত্রাণ দিতে যাওয়া রুদ্রনীল ঘোষকে ‘চড়’।ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে হামলার অভিযোগ। কালীঘাট থানায় অভিযোগ করতে গেলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম, এটা কী চলছে?  প্রতিক্রিয়া রুদ্রনীলের।মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিংহের।

সুন্দরবন টাইগার রিজার্ভে জলমগ্ন বন দফতরের ৩০টি ক্যাম্প। দ্রোণের সাহায্যে নজরদারি শুরু হয়েছে, ৫০ কিলোমিটার এলাকায় ছিঁড়েছে নাইলন ফেন্সিং।  বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, দুই দিন পরেও জল না নামায় রাস্তা আটকে অবরোধ মিনাখাঁয়। 

মালদায় ভারি বৃষ্টির জেরে জল জমে ব্যাপক ক্ষতির আশঙ্কা। বাজার কর্তৃপক্ষ জানিয়েছে সব মিলিয়ে প্রায় আঁইশও কোটি টাকা ক্ষতর সম্ভাবনা রয়েছে। ক্ষতিপূরণের আবেদনে মুখ্যমন্ত্রীকে চিঠি। 

করোনায় ফের মৃত্যু হল এক চিকিৎসকের। স্ত্রীরোগ বিশেষজ্ঞ রেশমি খান্ডেলওয়ালের মৃত্যু হয়েছে। তিনি মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে কোভিড  আক্রান্ত হিসাবে চিহ্নিত হন। কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা সংকটজনক ছিল। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। বাইপ্যাপের মাধ্যমে দিনে ৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। রেমডিসেভির কোর্সের আজ পঞ্চম এবং শেষ দিন। আগামীকাল তাঁর বেশ কিছু পরীক্ষা করা হবে। তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং নিজের হাতেই খাবার খাচ্ছেন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করলেন রাহুল গাঁধী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির গুরুত্ব বোঝেননি। তিনি বুঝলে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করতেন। নির্বাচনের জন্য বিভিন্ন জায়গায় ছুটে গেছেন। বাংলায় ভাষণ দেওয়ার সময় মাস্ক পরেননি। লক্ষ লক্ষ মানুষের কাছে কী বার্তা গেছে এর জন্য বলেন, ‘কংগ্রেস কোভ্যাকসিন নিয়ে মানুষের মনে সংশয় তৈরির চেষ্টা করেছিল। মোদি ভ্যাকসিন বলে কটাক্ষ করেছিল।’

ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। গত ৪৪ দিনের নিরিখে এই সংখ্যা সর্বনিম্ন। দেশে অ্যাক্টিভ কেসের অংখ্যা ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের।

বাবা রামদেবের সংস্থার বিজ্ঞাপনী প্রচারে তাঁরই মন্তব্য ঘিরে বিতর্ক। বিজ্ঞাপনে মর্ডান মেডিসিন ও অ্যালোপ্যাথি চিকিৎসকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রামদেব। করোনা ভ্যাকসিন নিয়েও অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছে বাংলার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) শাখা। অভিযোগ দায়ের করেছেন আইএমএ-র সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram