নজরে ৯ চটজলদি: নন্দীগ্রাম থেকে লড়তে চান শুভেন্দু, আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি-তৃণমূল
নদীগ্রাম থেকেই লড়তে চান শুভেন্দু অধিকারী, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। নাড্ডার বাড়িতে বৈঠকের পর জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামীকাল প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। কাল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। রবিবার মোদির ব্রিগেডের দিনই পথে নামছেন মমতা। শিলিগুড়িতে করবেন পদযাত্রা। তৃণমূলে যোগ দিলেন অদিতি মুন্সি সব একাধিক তারকা। সুদীপ জৈনের অপসারণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের। নাটক করছে, লাভ হবে না, কটাক্ষ বিজেপির। নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিল শিবসেনা। যদিও রাজ্যে প্রার্থী দিচ্ছে না তারা। প্রাথমিকে শিক্ষক নিয়োগে রইল না আইনি বাধা। নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ১৮ মার্চ পর্যন্ত পামেলা গোস্বামীর জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার সময় আক্রান্ত বিজেপি কর্মী। স্বাস্থ্য সাথী নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা।