নজরে ৯টা চটজলদি: রাজ্যে করোনায় আক্রান্ত প্রার্থীরা, একযোগে সব দফায় ভোট নয়, জানালো কমিশন

একসঙ্গে ৩ দফার ভোট করার কোন পরিকল্পনা নেই, জানালো নির্বাচন কমিশন (Election Commision)। এইভাবে ভোট করাতে আরও অন্তত ১৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দরকার বলে জানালো কমিশন, দাবি এএনআই। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত প্রায় ৭ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ২৪ জনের। ভোটের আগে করোনায় মৃত্যু সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর। করোনা আক্রান্ত জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ নন্দী, তপন কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু এবং জলপাইগুড়ি সদরের তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মা। করোনা আক্রান্ত আরও বেশ কিছু প্রার্থী। কাল রাজ্যে আসছে আরও ভ্যাকসিন। কলকাতায় চালু হচ্ছে সেফ হোম ও সব ওয়ার্ডে টিকাকরণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola