নজরে চটজলদি ৯: রাজ্যসভায় পদত্যাগ দীনেশ ত্রিবেদীর, শনিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু

শুক্রবার নাটকীয়ভাবে রাজ্যসভায় পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। 'আগে দেশ, পরে দল', পদত্যাগ করে জানালেন দীনেশ। সাংসদ পদ ছেড়েই আক্রমণাত্মক দীনেশ, তৃণমূল এখন আর মমতার দল নয় বলে কটাক্ষ। তৃণমূল এখন কর্পোরেটের দল, শুভেন্দুর সুরেই আক্রমণ দীনেশের। ভোটের আগে ঠিক করলেন না, প্রতিক্রিয়া সৌগতর। এবার বেসুরো বিজেপিতে (BJP) যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। বামেদের নবান্ন অভিযানে পুলিশি লাঠিপেটার প্রতিবাদে রাজ্য জুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট। হড়পা বানে ঋষি গঙ্গার গতি পথে তৈরি হচ্ছে বিপজ্জনক হ্রদ। এই হ্রদ থেকেই ফের নেমে আসতে পারে বিশাল জল রাশির ভয়ানক স্রোত। তামিলনাড়ুতে বাজি কারখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু। আগামীকাল চেন্নাইয়ে বদলায় ম্যাচে ফের ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola