নজরে চটজলদি ৯: ক্যাপিটল তাণ্ডবে উস্কানির অভিযোগ থেকে মুক্ত ট্রাম্প

Continues below advertisement

টানা ছয় দিন উর্ধমুখী পেট্রপণ্যের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯০ টাকা ছাড়াল। মহার্ঘ ডিজেলও। বিবার বীরভূমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সামনে ফের উঠল 'খেলা হবে' স্লোগান। রবিবার বোলপুরে তৃণমূলের বীরভূম জেলা কর্মচারী ফেডারেশনের কর্মী সম্মেলনে স্লোগান দেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। অন্যদিকে কেশপুরে বিজেপির রথযাত্রা থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'খেলতে খেলতে হাঁফিয়ে গিয়েছে তৃণমূল (TMC), এবার মানুষকে সঙ্গে নিয়ে পাল্টা খেলবে বিজেপি।' রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বালির নিশ্চিন্দায় পদযাত্রায় বললেন, ডোমজুরেই রাজীবের বিরুদ্ধে খেলা হবে। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেইমান স্লোগান তোলেন তৃণমূল (TMC) সাংসদ। জবাবে জগৎবল্লভপুরের সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাংসদের ভাষা শুনুন। উন্নয়নের কথা স্লোগানে নেই, মানুষের কথা নেই।' পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিল থেকে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান উঠল। বিজেপি বিভেদ তৈরি করছে, মিছিল থেকে অভিযোগ করেন তৃণমূল সমর্থকরা। 'কে কার চামড়া গোটায় ভোটের ফল বেরনোর পরে পরিষ্কার হয়ে যাবে', পাল্টা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  আপাতত বিপন্মুক্ত বাবু মাস্টার। পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয়ের ডাকে বেশ কয়েক দিন ধরেই রাণী রাসমনি অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচী পালন করছেন পার্শ্ব শিক্ষকরা। সেখানেই পার্শ্ব শিক্ষকদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকরা। সেখানে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচন এসে যাওয়ার কারণেই এখনই তাঁদের দাবি পূরণ করা সম্ভব হচ্ছে না। ভোটের পরে নতুন সরকারের প্রথম কাজ হিসাবে পার্শ্ব শিক্ষকদের দাবি বিবেচনা করা হবে। গ্রেটা থুনবার্গের (Greta Thunberg) টুলকিট শেয়ার করে গ্রেফতার হলেন এক পরিবেশকর্মী। বেঙ্গালুরু থেকে ২১ বছরের দিশা রবিকে (Disha Ravi) গ্রেফতার করা হয়েছে। কৃষক আন্দোলনের সমর্থনে টুলকিট পোস্ট করেন গ্রেটা। সেখানে খালিস্থানপন্থীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠে। টুলকিট নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই টুলকিট শেয়ার করেই বিপাকে বেঙ্গালুরুর পরিবেশকর্মী। আন্দোলনরত কৃষকদের নিয়ে অসংযত মন্তব্য করলেন বিজেপি শাসিত হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। কৃষক আন্দোলনে অংশ নিয়ে যে সব কৃষক প্রাণ হারিয়েছেন তাঁদের প্রসঙ্গে তিনি বলেন, 'বাড়িতে থাকলেও ওই কৃষকরা মরতেন। কেউ তো আর দুর্ঘটনায় মারা যাননি, স্বেচ্ছায় মরেছেন। ১-২ লক্ষ লোকের মধ্যে ৬ মাসে ২০০ জনের মৃত্যু কি অস্বাভাবিক?' মার্কিন সেনেটে দ্বিতীয়বারে ইম্পিচমেন্ট শুনানিতে স্বস্তি ট্রাম্পের। বিপক্ষে ৫৭ সেনেটর। ট্রাম্পের পক্ষে ৪৩ জন সেনেটর। ক্যাপিটল তাণ্ডবে উস্কানির অভিযোগ থেকে মুক্তি পেলেন ট্রাম্প। চিপকের ঘূর্ণিতে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। 

 

 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram