Narada Case Hearing: ১৭ই গ্রেফতারের পর ২৮শে জামিন, একনজরে নারদ-মামলার ঘটনাক্রম

Continues below advertisement

গত ১৭ মে নারদ মামলায় সিবিআই (CBI) গ্রেফতার করে রাজ্যের চার নেতা-মন্ত্রীকে। এরপর সিবিআই আদালতে অন্তর্বর্তী জামিন মিললেও গত সোমবার ২ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) গৃহবন্দি রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। তারই বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও, মঙ্গলবার তা প্রত্যাহার করে নেয় সিবিআই। আজ নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। তবে হাইকোর্ট শর্ত দিয়েছে, নারদ মামলা নিয়ে এই চার নেতা-মন্ত্রী সংবাদমাধ্যমে কোনও সাক্ষাৎকার বা মতামত দিতে পারবেন না। কোনও তথ্যপ্রমাণ বিকৃত করা যাবে না বলেও কড়া নির্দেশ দেওয়া হয়ে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram