Narada Scam Probe : 'CBI-এর মানসিকতা স্পষ্ট, করোনা আবহে অস্থিরতা তৈরি করতেই গ্রেফতার নেতামন্ত্রীদের', অভিযোগ কুণাল ঘোষের

Continues below advertisement

কলকাতা হাইকোর্টে আজকের মতো শেষ হয়েছে শুনানি। আগামিকাল দুপুর ২টোয় আবার শুরু হবে শুনানি। এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘মামলা বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। যেন-তেন প্রকারে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের বন্দি রাখার চেষ্টা করা হচ্ছে। আজ আদালতে সিবিআই (CBI)-এর মানসিকতা স্পষ্ট হয়ে গেছে। যে সময়ে করোনার সঙ্গে যুদ্ধ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সময়ে অকারণে অস্থিরতা তৈরি করার জন্য নেতামন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার না করেও কোর্টে চার্জশিট পেশ করা যেত।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram