Morning Headlines : মোদির ভাষণের ছত্রে ছত্রে কংগ্রেসকে আক্রমণ। রাজ্যে রাজ্যে পতন খতিয়ান দিয়ে রাহুলের রাবণ-কটাক্ষের জবাব

Continues below advertisement

সংসদে খারিজ বিরোধীদের অনাস্থা। দেড় ঘণ্টা পরে বিরোধীরা ওয়াকআউট করতেই মণিপুর নিয়ে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর। শান্তি ফিরিয়ে সূর্যোদয়ের আশ্বাস। 


মোদির ভাষণের ছত্রে ছত্রে কংগ্রেসকে আক্রমণ। রাজ্যে রাজ্যে পতন খতিয়ান দিয়ে রাহুলের রাবণ-কটাক্ষের জবাব। 

 অনাস্থা প্রস্তাব নিয়ে তোলপাড় সংসদ। অসংসদীয় আচরণের অভিযোগে লোকসভা থেকে সাসপেন্ড অধীর। আমি কাউকে অপমান করিনি, দাবি অধীরের। 


অধীরকে সামনে রেখে বিরোধী জোটকে আক্রমণে মোদি। 

মণিপুর নিয়ে বিরোধীদের অনাস্থা প্রস্তাব, জবাব মোদির। মোদিকে সংসদে আনতেই অনাস্থা প্রস্তাব, লোকসভায় দাবি অধীর চৌধুরীর।

নির্বাচন কমিশনার নিয়োগে দেশের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী! সংসদে বিল মোদি সরকারের। আরও এক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ বিরোধীদের। 


ভোটের পর বোর্ড গঠনেও বেলাগাম সন্ত্রাস। বোমায় কাঁপল ফুরফুরা, খেজুরি। খানাকুলে আক্রান্ত বিজেপি বিধায়ক। বাঁকুড়ায় ঝরল রক্ত। 


বোর্ড গঠন নিয়ে রণক্ষেত্র হুগলির ফুরফুরা। ইট বৃষ্টি, কাঁদানে গ্যাস। পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালেন নৌশাদ। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram