Nasa: জেমস ওয়েব টেলিস্কোপের নয়া চমক! এবার জানা যাবে তারাদের বিবর্তন-রহস্য?
Continues below advertisement
জেমস ওয়েব টেলিস্কোপে নতুন চমক। নির্মীয়মাণ নক্ষত্রপুঞ্জের ছবির পর ফের চমকদূরবীক্ষণে ধরা পড়া ভিনগ্রহের আবহমণ্ডলে দেখা গেল জলীয় বাষ্প! ধরা পড়েছে ডব্লিউএএসপি-৯৬ নামের এক্সোপ্ল্যানেটে। ১১০ আলোকবর্ষ দূরের ভিনগ্রহ তার নিজের তারাকে প্রদক্ষিণ করছে সাড়ে তিনদিনে।এক্সোপ্ল্যানেটের থেকে তারার দূরত্ব মোটে ৬০ লক্ষ কিলোমিটার। আশপাশের অন্য কোনও ভিনগ্রহে মিলবে কি বাসযোগ্য আবহাওয়া?জেমস ওয়েব টেলিস্কোপে উঠেছে ইন্টারস্টেলার ক্লাউডের আরও নিখুঁত ছবি।ব্রহ্মাণ্ড ছাড়াও এবার জানা যাবে কি তারাদের বিবর্তন-রহস্য?
Continues below advertisement
Tags :
ABP Ananda NASA ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Galaxy James Webb Telescope Galaxy Picture এবিপি আনন্দ