COVID-19 Vaccine: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩,৫৪৫, মৃত ৪৯

Continues below advertisement
৮ মাস পার। দেশে করোনা পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ কাটেনি। তার মধ্যেই করোনার প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা বাড়ল প্রধানমন্ত্রীর কথায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দিনই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষের ঘর পেরিয়েছে। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ২১৮ জনের। আতঙ্কিত সাধারণ মানুষ জানতে চান, করোনা প্রতিরোধী ভ্যাকসিন কবে আসবে বাজারে? কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সে ব্যাপারে এখনই কোনও দিশা দেখাতে পারেননি মোদি।
এরই মধ্যে মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৫৪৫। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে আক্রান্ত ৮৬৭, ১১জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৮১৬, ১৫ জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৩%।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram