মালগাড়ির পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত ভুবনেশ্বর-লোকমান্য তিলক এক্সপ্রেসের ৫টি কামরা, জখম অন্তত ৪০

Continues below advertisement
নতুন বছরের শুরুতেই রেল দুর্ঘটনা। মালগাড়ির পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত ভুবনেশ্বর-লোকমান্য তিলক এক্সপ্রেসের ৫টি কামরা। আরও ৩টি কামরা লাইন থেকে সরে গিয়েছে। ট্রেনটিতে মোট ২২টি কামরা ছিল। আজ সকাল পৌনে ৭টা নাগাদ কটক থেকে ১৫ কিলোমিটার দূরে সালাগাঁও-নেরগুন্ডি স্টেশনের মধ্যে দুর্ঘটনা ঘটে। জখম অন্তত ৪০ জন যাত্রী। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা বলে অনুমান রেলের। দুর্ঘটনার পর আপ ও ডাউন দু’লাইনেই রেল চলাচল ব্যাহত। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে গত কয়েক বছর ধরেই রেলে ফগলাইট ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তা সত্ত্বেও কেন দুর্ঘটনা? রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram