মহারাষ্ট্রে সরকার গঠনের লড়াই পৌঁছল সুপ্রিম কোর্টে, আজ সকাল সাড়ে এগারোটায় তিন বিচারপতির বেঞ্চে শুনানি।

Continues below advertisement
মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে সংঘাত এবার সুপ্রিম কোর্টে। শিবসেনা-এনসিপি-কংগ্রেসের আবেদনের প্রেক্ষিতে সকাল সাড়ে ১১টায় বিচারপতি এন ভি রমান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে মামলার শুনানি। দেবেন্দ্র ফড়নবীশের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণার আবেদন। পাশাপাশি, ১৪৪ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করে শিবসেনা-এনসিপি ও কংগ্রেস জোটকে সরকার গড়তে দেওয়ার আর্জি। এর মাঝেই ঘোড়া কেনাবেচার আশঙ্কায় দলীয় বিধায়কদের হোটেলে রেখেছে এনসিপি। বিধায়কদের জয়পুরে পাঠিয়েছে কংগ্রেসও। সূত্রের খবর, শরদ পওয়ারের সঙ্গে রয়েছেন ৪৯ জন। অন্যদিকে, অজিত পওয়ার সহ বিদ্রোহী বিধায়কের সংখ্যা ৪। ইতিমধ্যেই দলের বিধানসভার পরিষদীয় দলনেতা পদ থেকে অপসারণ করা হয়েছে অজিতকে। একইসঙ্গে দলের নেতা হিসেবে তাঁর হুইপ জারির ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram