৭টায় বাংলা (১): 'আর নয় অন্যায়' কর্মসূচি ঘিরে উত্তর-দক্ষিণ বঙ্গে ধুন্ধুমার, তরজায় TMC-BJP

Continues below advertisement
বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পশ্চিম বর্ধমানের বারাবনি আর কোচবিহারের সিতাইয়ে। অভিযোগ এই কর্মসূচি চলাকালীন বোমাবাজি হয়। এই পরিস্থিতি ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ পর্ব TMC-BJP-র মধ্যে।
দিনহাটায় বিজেপি নেতা সায়ন্তন বসুর এক কর্মিসভা ছিল। সেই সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীদের ওপর TMC হামলা চালিয়েছে বলে অভিযোগ। এরপরেই দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। বোমাবাজি পর্যন্ত হয়েছে বলে অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির প্রচার ঘিরে BJP-TMC সংঘর্ষ। উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার আমতা। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ, শাসক-বিরোধীর। গ্রেফতার ৩। পানিহাটি পুরসভায় বিজেপির স্মারকলিপি ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে তুমুল বচসা। পুরসভার একাধিক বিষয় নিয়ে স্মারকলিপি দেওয়ার কথা ছিল BJP-র। কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বিজেপির পতাকা খুলে নেওয়া হয় বলে অভিযোগ। শাসক দলের অবশ্য দাবি, 'ভাঙচুর চালানোর উদ্দেশ্য নিয়ে ঢুকতে চেয়েছিল বিজেপি।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram