৭টায় বাংলা (২) : সরশুনায় আক্রান্ত কোভিড যোদ্ধার দাদা, গ্রেফতার ৫; স্কুলে বকেয়া বেতনের ৮০ শতাংশ মেটানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের
Continues below advertisement
এবার সরশুনাতে আক্রান্ত বিএমওএইচের দাদা, ছোট ভাই কর্মরত কোভিড চিকিৎসার সেফ হোমে। দাদা বাইরে বেরোনোয় রড নিয়ে মারধরের অভিযোগ। সরশুনা থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার ৫। স্কুলে বকেয়া বেতনের ৮০% মেটানোর জন্যে অভিভাবকদের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১৫ অগাস্ট পর্যন্ত অনলাইন ক্লাস-পরীক্ষায় বাধা নয়, কাউকে ক্লাস থেকে বাদ দিলে অবিলম্বে ফেরাতে হবে। ১১২টি স্কুলের হলফনামা তলব হাইকোর্টের। পড়ুয়াদের বেতনে কি ছাড় দেওয়া সম্ভব? স্কুলের কর্মীরা বেতন পেয়েছেন কিনা তা নিয়ে ১১২টি স্কুলের কাছে বিস্তারিত তথ্য তলব আদালতের। উমপুনের পর প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা কি প্রাপ্য পেয়েছে, একুশের ভার্চুয়াল সভায় খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Fee Protest Sarsuna Police Station COVID Safe Home Bmoh Virtual Meet Sarsuna Ekushe July Online Class ABP Live Kolkata High Court Abp Ananda Covid-19 Coronavirus Mamata Banerjee