৭টায় বাংলা (২): রিয়ার বিরুদ্ধে সরব সুশান্তের প্রাক্তন রাঁধুনি, ৭ই অগাস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল
সুশান্ত মৃত্যু তদন্তে পরিচালক রুমি জাফরির বাড়িতে বিহার পুলিশ। রিয়া চক্রবর্তীর নির্দেশেই নাকি তাঁকে কাজ থেকে সরানো হয়েছিল, অভিযোগ সুশান্তের প্রাক্তন রাঁধুনির। ১৪ জুন আত্মহত্যা, অথচ বোর্ডে লেখা ছিল ২৯ জুনের পরিকল্পনাও, পিএমও-কে ট্যাগ করে ছবি পোস্ট সুশান্তের দিদির। ৭ই অগাস্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। কাউন্সেলিং পর্ব পুরোটাই অনলাইনে, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
Tags :
Rumi Jaffery Joint Entrance Result ABP Live Shweta Singh Kirti Subrata Mukherjee Amar Singh Abp Ananda Sushant Singh Rajput Rhea Chakraborty