ABP Ananda EXCLUSIVE Hathras: সিটের কাজে সমস্যা হতে পারে, তাই সংবাদমাধ্যমকে বাধা! সাফাই উত্তরপ্রদেশ পুলিশের
Continues below advertisement
সিটের কাজে সমস্যা হতে পারে, তাই সংবাদমাধ্যমকে বাধা! কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুমতি নয়, দাবি পুলিশের| হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য যান এবিপি আনন্দের প্রতিনিধি। কিন্তু গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশি নজর এড়িয়ে জমির পাশের রাস্তা দিতে যেতে গেলেও এবিপির প্রতিনিধিকে বাধা দেয় পুলিশ। এবিপির প্রতিনিধিরা সেখানে ফের প্রতিবাদে বসেন।
Continues below advertisement