ABP Ananda EXCLUSIVE from Hathras: 'ডিএম চুপ, এসডিএম হাসছেন,' কার নির্দেশে গাঁধীজয়ন্তীর দিন সংবাদমাধ্যমকে কাজে বাধা, ক্যামেরা বন্ধের চেষ্টা পুলিশের?
Continues below advertisement
ডিএম-এর মুখে চুপ, এসডিএম হাসছেন, কার নির্দেশে গাঁধীজয়ন্তীর দিন সংবাদমাধ্যমকে কাজে বাধা, ক্যামেরা বন্ধের চেষ্টা পুলিশের? হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য যান এবিপি আনন্দের প্রতিনিধি। কিন্তু গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশি নজর এড়িয়ে জমির পাশের রাস্তা দিতে যেতে গেলেও এবিপির প্রতিনিধিকে বাধা দেয় পুলিশ। এবিপির প্রতিনিধিরা সেখানে ফের প্রতিবাদে বসেন।
Continues below advertisement
Tags :
ABP Reporter Prevented UP Administration Hathras Rape Case ABP Ananda LIVE Up Police Abp Ananda