10 টায় সারাদিন: মাদক-মামলায় নাম জড়িয়েছে দিয়া মির্জার, আপাতত জেলেই রিয়া, সঙ্গে আরও খবর
Continues below advertisement
আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য। কেরল থেকে টাকা এনে একাধিক মাদ্রাসা খোলার পরিকল্পনা আল মামুনের। মাদ্রাসার আড়ালে সদস্য সংগ্রহই ছিল উদ্দেশ্য। দাবি এএনআই সূত্রে।
ধৃত সন্দেহভাজন আল কায়দা জঙ্গিদের সঙ্গে জামাত যোগ? এনআইএ-র নজরে খাগড়াগড়কাণ্ডের মূল চক্রী সালাউদ্দিন। দুর্বল জেএমবি-কে চাঙ্গা করতেই যোগাযোগ, খবর এনআইএ সূত্রে।
বলিউডের ড্রাগ-কাণ্ডে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে উঠে এসেছে দীপিকা পাডুকোনের নাম। শীঘ্রই তাঁকে সমন পাঠাতে পারে NCB। তার আগে রিয়ার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়ার সহযোগী করিশ্মা প্রকাশকে হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে জিজ্ঞাসাবাদ।
সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথোপকথনের ইঙ্গিত। করিশ্মার সঙ্গে দীপিকার কথোপকথনের দিনেই হ্যালোইন পার্টি। পার্টিতে ছিলেন দীপিকা, সোনাক্ষী সিন্হা, সিদ্ধার্থ রায় কপূর, সিদ্ধার্থ মলহোত্র।
কৃষিবিলের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে তৃণমূল। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ। মালদায় লাঙল নিয়ে প্রতিবাদ। বাঁকুড়ায় পথ অবরোধ। কেন্দ্রের প্রকল্পে রাজ্যের কৃষকরা বঞ্চিত কেন? তোপ ধনকড়ের।
ধৃত সন্দেহভাজন আল কায়দা জঙ্গিদের সঙ্গে জামাত যোগ? এনআইএ-র নজরে খাগড়াগড়কাণ্ডের মূল চক্রী সালাউদ্দিন। দুর্বল জেএমবি-কে চাঙ্গা করতেই যোগাযোগ, খবর এনআইএ সূত্রে।
বলিউডের ড্রাগ-কাণ্ডে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে উঠে এসেছে দীপিকা পাডুকোনের নাম। শীঘ্রই তাঁকে সমন পাঠাতে পারে NCB। তার আগে রিয়ার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়ার সহযোগী করিশ্মা প্রকাশকে হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে জিজ্ঞাসাবাদ।
সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথোপকথনের ইঙ্গিত। করিশ্মার সঙ্গে দীপিকার কথোপকথনের দিনেই হ্যালোইন পার্টি। পার্টিতে ছিলেন দীপিকা, সোনাক্ষী সিন্হা, সিদ্ধার্থ রায় কপূর, সিদ্ধার্থ মলহোত্র।
কৃষিবিলের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে তৃণমূল। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ। মালদায় লাঙল নিয়ে প্রতিবাদ। বাঁকুড়ায় পথ অবরোধ। কেন্দ্রের প্রকল্পে রাজ্যের কৃষকরা বঞ্চিত কেন? তোপ ধনকড়ের।
Continues below advertisement
Tags :
Parliament Update Al-Qaeda Module Durgapuja Update Sports Update Political Update 10Tay Saradin Corona Update Abp Ananda